ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব।তাই ভবিষ্যৎ সম্পর্কে আগাম কিছু ইঙ্গিত পেতে মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন প্রত্যেকেই।যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে রাশিফলে গ্রহ ও নক্ষত্রের অবস্থান বদল আমাদের ভবিষ্যতকে কতটা প্রভাবিত করবে তার একটা আভাস পাওয়া যায়। সেইমতো নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে নতুন সপ্তাহে আপানার রাশিফল গ্রহ ও নক্ষত্রের অবস্থান-
সিংহ রাশি
চাকরি ও ব্যবসা- ব্যবসার জন্য এই সপ্তাহ তেমন ভাল না। নতুন কোনও ব্যবসায় লগ্নি করার কথা ভাবনাচিন্তা করলে অন্তত এই সপ্তাহে কাজটা পিছিয়ে দিন। ভ্যাগ্য সহায় হবে না। তবে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
শিক্ষা- পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হবে না।
স্বাস্থ্য– এই সপ্তাহে স্বাস্থ্য তেমন ভাল যাবে না। গলার ব্যথা এবং ঘাড়ের ব্যথা ভোগাবে। জ্বরে কাবু হতে পারেন।
প্রেম– প্রেম এবং সম্পর্কে জটিলতা সৃষ্টি হবে। মনের মানুষের সঙ্গে মনোমালিন্য হবে অন্যদিকে বিবাহিতদের জীবনসঙ্গীর থেকে অতিরিক্তি চাহিদার ফলে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: