ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে নতুন সপ্তাহে (৪ঠা জুলাই থেকে ১০ই জুলাই) আপানার রাশিফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
মকর রাশি (ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০)
Capricorn (December 23- January 20)
সোমবার থেকে মাথা ঠাণ্ডা থাকবে মন থাকবে স্থির। সামান্য আয় বৃদ্ধির যোগও রয়েছে। আটকে থাকা বেশ কয়েকটি কাজে গতি আসবে। কাজ সময়মতো সম্পন্ন হবে। তবে সত্যি কথা বলায় লোকসানও হতে পারে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- সপ্তাহের শুরুটা তেমন আশাব্যঞ্জক না হলেও সপ্তাহের শেষ দু’দিন শনি ও রবিবার হবে খুবই ভাল।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সময়টা মিশ্র। ব্যবসায় বেশ কিছু নতুন সম্পর্ক তৈরি হবে। তবে চাকরির ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্যা তৈরি করতে পারে।
শিক্ষা- শিক্ষা ক্ষেত্রে মকর রাশির জাতকদের বেশ কিছু সমস্যার সম্মুখিন হতে হবে। পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় সাধনের অভাব থাকবে। তাই নতুন কোনও কাজ বা শিক্ষার চিন্তাভাবনা ত্যাগ করতে হবে।
স্বাস্থ্য- বড়সড় কোনও সমস্যা হবে না ঠিকই তবে পায়ের সামান্য চোট ভোগাতে পারে। এমনকি মাথাচাড়া দিতে পারে অ্যাসিডিটির সমস্যা।
প্রেম– প্রেমের জন্য সময়টা মিশ্র থাকবে। মনের মানুষের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে। তবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।
কী করবেন- শরীর ভাল রাখতে ও বাধা বিপত্তি কাটাতে শ্রীকৃষ্ণকে মিষ্টির ভোগ দিন।
আরও পড়ুন: