কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহন্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? সম্পর্কের সমীকরণ কেমন থাকবে, সম্প্রর্কের ভুল বোঝাবুঝি মিটে ভালবাসার মানুষ কী কাছে আসবে? ভবিষ্যৎ জানা সম্ভব নয় ঠিকই তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলবে তুলা, বৃশ্চিক ও ধনু রাশিতে, জেনে নিন-
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহ বেশ ভাল কাটবে। নতুন কাজের প্রাপ্তি হবে এবং যে কোনও সমস্যার সমাধানে আত্মীয়স্বজন কিংবা ভাইদের সাহায্য পাবেন। কাজে সাফল্য আসবে। এমনকি বিবাদিত মামলাগুলির ক্ষেত্রেও আপনার পক্ষে রায় পাবেন।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- সপ্তাহের অন্যান্য দিনগুলির তুলনায় বুধ ও বৃহস্পতিবারের দিনগুলি বেশ ঘটনাবহুল থাকবে।
কী করবেন- বাধা বিপত্তি কাটাতে জলে কুমকুম মিশিয়ে সূর্যকে জল অর্পন করুন।
বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহ বিশেষ ভাল কাটবে না। একদিকে যেমন কাজের চাপ থাকবে অন্যদিকে আবার অকাজে সময় নষ্ট হবে। আয়ের ঘাটতি চিন্তা বাড়াবে। বিরোধী পক্ষ আপনার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে। তবে সপ্তাহের শুরুটা তেমন ভাল না হলে ভ্রমণের যোগ রয়েছে সপ্তাহের শেষে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- শুক্রবার অত্যাধিক কাজের চাপ থাকবে।
কী করবেন- বাধা বিপত্তি কাটাতে শনিবার বটগাছের পুজো করুন।
ধনু রাশি (Sagittarius)
নতুন সপ্তাহে ধনু রাশির ওপর মঙ্গলের দৃষ্টি থাকবে। ফলে সমস্ত কাজ ভালভাবে মিটবে। আয়ের উন্নতি হবে। তবে এই সপ্তাহে ভুলেও কাউকে ধার দেবেন না। এবং সব রকমের বিবাদ ও বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। তবে এই সপ্তাহে সময় অনুকুল থাকবে তাই চিন্তার কোনও বিষয় নেই। বুঝেশুনে চললে আয়ে বৃদ্ধি হবে এবং প্রয়োজনে অন্যের সাহায্য পাবেন।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- এই সপ্তাহে বিশেষ চমক, সপ্তাহন্তে বিশেষ কারও সঙ্গে দেখা হবে এবং কাছে পীঠে কোথাও বেড়াতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কী করবেন- বাধা বিপত্তি কাটাতে দুর্গা ঠাকুরকে লাল ফুল দিয়ে পুজো করুন।