কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহন্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? সম্পর্কের সমীকরণ কেমন থাকবে, সম্প্রর্কের ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? নতুন সপ্তাহে (১৮ জুলাই থেকে ২৪ জুলাই) গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল ঠিক কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
কন্যা (অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২)
Virgo (August 23 to about September 22)
নতুন সপ্তাহে কন্যা রাশির জাতকদের মন খারাপ থাকবে। এই সপ্তাহে বিরোধীরা বা শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে সক্রিয় হবে। পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে বাঁধা পাবেন। সপ্তাহের মাঝামাঝি সাফল্যের যোগ রয়েছে। অর্থ উপার্জনের পাশপাশি লক্ষ প্রাপ্তির যোগ রয়েছে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি– মঙ্গলবারের বিকেল থেকে আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। এ কাজে ভাগ্য আপনার সদয় হবে। বুধবারের দিনটি আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে। তবে বৃহস্পতিবার দুপুর থেকে ফের নতুন করে কিছু সমস্যা তৈরি হতে পারে। শুক্রবার পর্যন্ত এর জেল থাকবে। তবে শনিবার সকালে থেকে প্রতিকুল পরিস্থিতি বদলে যাবে জীবনে আনন্দ ফিরে আসবে।
চাকরি ও ব্যবসা– চাকরি ও ব্যবসার জন্য সময়টা বিশেষ ভাল যাবে না। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে সহকর্মীদের আচরণে সমস্যা দেখা দিতে পারে এবং মানসিক চাপ সৃষ্টি হবে।
শিক্ষা– শিক্ষার জন্য সময়টা ভাল তবে বন্ধুদের কারণে শিক্ষায় বাঁধা সৃষ্টি হতে পারে। অন্যান্য কাজে বাড়তি সময় দেওয়ার ফলে পড়াশোনায় ব্যঘাত ঘটতে পারে। এই বিষয়টি নিয়ন্ত্রণে রাখলে কোনও সমস্যা হবে না।
স্বাস্থ্য– স্বাস্থ্য মোটের ওপর ভাল থাকবে তবে বাঁ পায়ের ব্যথা ভোগাবে। মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
প্রেম– প্রেম ও নতুন সম্পর্কের দিকে দিয়ে এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য বেশ ঘটনাবহুল থাকবে। নতুন বন্ধু পাবেন এবং একাধিক নতুন সম্পর্কের হাতছানি থাকবে। এর মধ্যে অধিকাংশই ক্ষণস্থায়ী। তবে নতুন বন্ধুদের মধ্যে থেকেই জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। তবে এই নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নেওয়াই ভাল।