ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান জীবন সুখে-শান্তিতে কাটুক। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে আপানার রাশিফল ফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
ধনু রাশি (নভেম্বর২২- ডিসেম্বর ২১)
Sagittarius (November 22 – December 21)
ধনু রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহ মিশ্র থাকবে। আয় কম থাকবে এবং কাজে একাধিক বাধা পাবেন। প্রয়োজনে পরিবার পরিজনেদের সাহায্য জুটবে না। তবে সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতি বদলাবে। ভাগ্য সদয় হবে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে এবং যাত্রায় সাফল্য আসবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি– সপ্তাহের শুরুটা তেমন ভাল না হলেও মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে।
চাকরি ও ব্যবসা– চাকরি ও ব্যবসার জন্য এই সপ্তাহ বেশ ভাল। ব্যবসার কাজে উল্লেখযোগ্য সাফল্যের যোগ রয়েছে। অন্যদিকে চাকরির ক্ষেত্রে ভাল একাধিক সুযোগ পাবেন।
শিক্ষা– শিক্ষার জন্য সময়টা বেশ শুভ। পড়াশোনায় মন বসবে। সাফল্য আসবে।
স্বাস্থ্য– বড়সড় কোনও শারীরিক সমস্যা না হলেও গলা ব্যথা গায়ে ব্যথা ভোগাবে।
প্রেম– প্রেমের জন্য সময়টা বেশ ভাল। প্রেমে মনের মানুষের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হবে। বিবাহিত জীবন সুখের হবে সম্পর্ক আরও মধুর হবে।
কী করবেন– শরীর ভাল রাখতে ও বাধা বিপত্তি কাটাতে দুস্থদের টক দই খাওয়ান।