ওয়ার্ক ফ্রম হোম তাতে কী? ছুটি বলতে সপ্তাহে ওই একটা দিন। তার মধ্যেই ঘর গোছানো, নিজের যত্ন নেওয়, রান্নাবান্না করা। কিন্তু কোনও উপায় নেই। বাড়িতে থেকে কাজ করার ফলে ইদানীং যেন আরও বেশি অগোছাল হয়ে পড়ছে আপনার ঘর। এদিকে সারা সপ্তাহের কাজ জমতে জমতে যা অবস্থা তা এখনই গুছিয়ে না ফেললে বাড়ির অগোছাল পরিবেশে শান্তি পান না। তবে আপনার হাতে সময় থাকলে অনলাইনে বেছে নিতে পারেন চটজলদি ঘর গোছানোর জন্য বিভিন্ন রকমের অর্গানাইজার। রইল তালিকা।
গয়নাগাটি গোছানোর জন্য এই অর্গানাইজার দারুন
হাতে,কানে গলার সমস্ত রকম গয়নাগাটি সাজিয়ে গুছিয়ে রাখতে এই জুয়েলারি অর্গানাইজারের জবাব নেই। নিত্য ব্যবহারের গয়নাগাটি এদিকে সেদিকে পড়ে থাকলে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায়না। আবার লেয়ার্ড নেকলেসের ক্ষেত্রে একটা চেন আরেকট চেনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে পেচিয়ে যায় সেটা ছাড়াতে গেলে রীতিমতো কালঘাম ছোটে। সেক্ষেত্রে এই জুয়েলারি অর্গানাইজার খুবই কাজের। নিজের ব্যবহারের জন্যে তো বটেই উপহার হিসেবেও এই বক্স বেশ ভাল।
অর্গানাইজার ফাইল ফোল্ডার
গয়নাগাটি গোছানো হয়ে গেলে এবার পরিষ্কার করে ফেলুন আপনার কাজের ডেস্ক। কাজের সময় খেয়াল থাকেনা হয়ে গেলে ডেস্কের ছড়ানো ছেটানো অবস্থা দেখে গায়ে জ্বর আসে। এই পরিস্থিতিতে খুবই কাজের এই ফাইল অর্গানাইজার। বিভিন্ন কাগজপত্র, প্রয়োজনীয় ফাইলপত্র এতে গুছিয়ে রেখে দিতে পারেন। একটা কাগজ বা ফাইলের সাথে যাতে গুলিয়ে না যায় তার জন্যে আপনি লেবেল দিয়ে মার্ক করেও রাখতে পারেন।
বাথরুম অর্গানাইজার
অগোছাল বাথরুমে ঢুকলেই দেখবেন মেজাজ খারাপ হয়ে যায়। বাথরুম পরিষ্কার থাকলেও অগোছাল হলে খুবই সমস্যা হয়। তাই বাথরুমে তোয়ালে ও পরিচর্যার বিভিন্ন সামগ্রী গুছিয়ে রাখতে দেখবেন দেখতে ভাল লাগবে। সেক্ষেত্রে এই বাথুরুম অর্গানাইজারগুলি খুবই কাজের।
কেবিল হোল্ডার ক্লিপ
বাড়িতে একাধিক ইলেকট্রনিক্স সরঞ্জাম ও সেগুলির তার। এক একটা তার এমন ভাবে জড়িয়ে পেচিয়ে রয়েছে তা দেখলেই আপনার গায়ে জ্বর চলে আসে। এবারকার মতো তারগুলি ঠিক করে সোজা করে কেবিল হোল্ডার ক্লিপের সাহায্যে গুছিয়ে রাখুন। এই হোল্ডার আপনার বাড়ির সমস্ত জড়ানো পেচানো তারকে একেবারে ঠিক যেভাবে আপনি চান সেই ভাবে রাখবে।
ম্যাগনেটিক নাইফ বার
বাড়িতে সবথেকে বেশি অগোছাল থাকে রান্নাঘর। রান্নার শেষে ঘর মুছে পরিষ্কার করতে না করতে ফের রান্না করার সময় চলে আসে। বাসনপত্র গুছিয়ে রাখা সত্যি খুবই ধৈর্য্যের কাজ। বিশেষ করে চামচ, হাতা খুনতি বা ছুঁড়ির মতো জিনিসপত্র। এক্ষেত্রে এই ম্যাগনেটিক নাইফ হোল্ডার খুবই কাজের। জিনিসপত্র রাখাও সহজ আবার ব্যবহারের সময় নেওয়াও সহজ।