ওয়েব ডেস্ক: ভারতকে (India) বৈচিত্র্যের দেশ বলা হয়, আর তাই এখানে ঘুরে দেখার জন্য অগণিত জায়গা রয়েছে। গ্রীষ্ম এসে পড়েছে, আর ছুটির দিনে ভ্রমণের পরিকল্পনা এখন অনেকেরই তালিকায়। কেউ সমুদ্রের নীল জলে শান্তি খোঁজেন, তো কেউ পাহাড়ের কোলে প্রশান্তি খুঁজে নেন। তবে প্রচণ্ড গরম পড়তেই বেশিরভাগ মানুষ পাহাড়ের ঠান্ডা আবহাওয়ার দিকেই ছুটছেন। প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে এই সময়ের জন্য পাহাড়ি উপত্যকাগুলিই আদর্শ গন্তব্য।
গ্রীষ্মের মৌসুমে জনপ্রিয় পাহাড়ি এলাকাগুলোতে ভিড় উপচে পড়ে। এমন ভিড়, মুদ্রাস্ফীতি আর হট্টগোলের মাঝে শান্তি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। কেউ সঙ্গীর হাত ধরে আবার কেউ বন্ধুবান্ধবের দল নিয়ে পাহাড়ের পথে রওনা হন। আপনি যদি এই গরমে ভিড় এড়িয়ে কিছুটা নিরিবিলিতে ছুটি কাটাতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য একেবারে উপযুক্ত। চলুন জেনে নেওয়া যাক ভারতের কিছু কম পরিচিত অথচ অপূর্ব সুন্দর গন্তব্যের কথা—
আরও পড়ুন: চুলের যত্নে চায়ের লিকার
পাব্বার ভ্যালি, হিমাচল প্রদেশ: হিমাচলের গোপন সৌন্দর্য পাব্বার উপত্যকা এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই মুক্ত। পাহাড়, আপেল বাগান আর ছোট ছোট গ্রামের মাঝে বয়ে চলা নদী এখানকার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে।
কৌশানি, উত্তরাখণ্ড: ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত কৌশানি থেকে তুষারাবৃত হিমালয়ের নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। এখানকার শান্ত, শীতল আবহাওয়া গরমের মধ্যে প্রকৃত স্বস্তি দেয়। তাছাড়া এখানে পর্যটকদের ভিড়ও অত্যন্ত কম।
শোঝা, হিমাচল প্রদেশ: কুলুর কাছে অবস্থিত ছোট্ট গ্রাম শোঝা, প্রকৃতি আর নির্জনতাকে ভালবাসেন এমন পর্যটকদের জন্য আদর্শ। জঙ্গলে হাঁটা কিংবা ছোট ছোট ট্রেকের জন্যও এটি উপযুক্ত স্থান।
মুন্সিয়ারি, উত্তরাখণ্ড: পঞ্চচুলি পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মোড়া মুন্সিয়ারি, ট্রেকিং ও ফটোগ্রাফি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। গ্রীষ্মেও এখানকার ঠান্ডা আবহাওয়া মন ভরিয়ে দেয়।
চোপতা, উত্তরাখণ্ড: সবুজ তৃণভূমি আর পাইন বনের মাঝে অবস্থিত চোপতাকে ‘মিনি সুইজারল্যান্ড’ বলা হয়। গ্রীষ্মকালে ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশের জন্য এটি এক নিখুঁত অবকাশ যাপনের ঠিকানা।
দেখুন আরও খবর: