কলকাতা: ঘুরতে যেতে কার না ভালো লাগে? বর্তমান সময়ে ব্যস্ততা বেড়েছে ঠিকই, কাজের চাপে অতিষ্ট হয়ে উঠেছে জীবন। মাঝে সাঝে একটু-আধটু ঘুরতে যাওয়া ভালোই। হাতে বেশি সময় না থাকলে কাছেপিঠের কোথাও থেকে ঘুরে আসুন। মনটাও ভালো হয়ে যাবে। মাইন্ডটাও থাকবে কিন্তু ফ্রেস।
কাজের মাঝে রিফ্রেশমেন্ট অত্যন্ত বেশি প্রয়োজন। কিন্তু দূরে কোথাও যাওয়ার মতো ছুটি পাওয়া দায় হয়ে ওঠে। আর সেখানেই আমরা আপনাদের রইল এই ডেস্টিনেশনের খোঁজ। জানেন, কলকাতার (Kolkata) কাছেই রয়েছে এক মিনি গোয়া (Goa)। হ্যাঁ ! দু’দিনের ছুটিতে ঘুরতে পারবেন গোয়া। উপভোগ করতে পারবেন গোয়ার ভাইবস। সমুদ্র সৈকতে একান্তে সময়ও কাটাতে পারবেন পরিবার বা প্রিয় মানুষের সঙ্গে।
আরও পড়ুন: জানেন ভারতের ‘শেষ চা’য়ের দোকান কোনটা?
বকখালির (Bakkhali) পাশেই অবস্থিত লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র ১৩৬ কিমি দূরেই রয়েছে এই অফবিট জায়গাটা। ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই আপনি অনায়াশে পৌঁছে যাবেন। আর সঙ্গে পকেটও টান পড়বে না খুব একটা। মাত্র ১ হাজার ২০০ টাকাতেই ঘোরা পুরোও কমপ্লিট।
এছাড়াও আপনি চাইলে সেখানে রাতে থাকতেই পারেন। সেখানে রয়েছে এসি এবং ননএসি ঘরও। সাধ্য মতো বুক করে নেবেন। দুপুর এবং রাত্রিবেলা খাওয়ার বন্দোবস্ত থাকছে সেখানে। মান এবং দাম দুটোই কিন্তু পকেট ফ্রেন্ডলি।
কীভাবে যাবেন?
শিয়ালদহ স্টেশন (Sealdah) থেকে ট্রেন ধরে নেমে পড়ুন নামখানা (Namkhana) স্টেশনে নেমে বাস বা গাড়িতে করে কয়েক মিনিটেই পৌঁছে যাবেন নিজের গন্তব্যে। মাত্র ৩০ মিনিটের হাঁটা পথে পৌঁছে যাওয়া যাবে লক্ষ্মীপুর সমুদ্র সৈকত।