ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে টোনার ভীষণ উপকারী। ত্বক পরিষ্কার করে, ক্লান্তি মুছে ত্বক একেবারে তরতাজা করে তোলে টোনার। তবে বিউটি ওয়ার্ল্ডে এত নানা রকমের টোনার রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা বাছবেন তা নিয়েই সমস্যা পড়েন অনেকেই। এর ওপর আবার কড়া রাসায়নিকে তৈরি এই টোনার অনেক ক্ষেত্রে ত্বকে অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে। এতে ত্বকের উপকারের থেকে ক্ষতি হবে বেশি। তাই বাজার থেকে টোনার না কিনে চাইলে সহজ উপায়ে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতেই টোনার তৈরি করে নিতে পারেন। যেমন-
গোলাপ জল
রূপচর্চায় গোলাপ জল এমন একটা উপকরণ যা কম বেশি প্রত্যেকেই নিত্যদিন ব্যবহার করেন। এছাড়া এটি সহজলভ্য। তাই বাড়িতে বানিয়ে কিংবা বাজার থেকে কিনে সরাসারি ত্বকে লাগিয়ে নিতে পারেন। ত্বক পরিষ্কার থেকে শুরু করে ত্বকের ক্লান্তি দূর করতে এই গোলাপ জল দারুণ উপকারী। এমনকি দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ক্লান্ত চোখের ক্লান্তি দূর করতেও দারুণ কার্যকরী এই গোলাপ জল। যদিও এটা সব ধরণের ত্বকের জন্য উপকারী তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এটা ভীষণ কার্যকরী।
বাড়িতেই গোলাপ জল তৈরি করতে একটি পাত্রে আধ কাপ শুকনো গোলাপের কুড়ি নিয়ে তাতে ফিল্টার করে গরম জল ঢালুন পাত্রে। এই পাত্রটি অন্তত ১ থেকে ২ ঘণ্টা আলাদা করে রেখে দিন। দু’ঘণ্টা পর ছাঁকনি নিয়ে জল ছেঁকে নিন। তবে বাড়িতে তৈরি গোলাপ জল ৭ থেকে ১০ দিনের মধ্যে তৈরি করে নিন।
অ্যালোভেরা
এই গরমে সান ট্যান কিংবা রোদে পোড়া ত্বকে অ্যালোভেরা একটা সুদিং এফেক্ট এনে দেয়। শুধু এটাই নয় ত্বক হাইড্রেট করে অ্যালোভেরা এবং ত্বকের লালচে ভাব ও জ্বালা যন্ত্রণা কম করে।
গ্রিন টি
শুধু ওজন কমাতে গ্রিন টি খাওয়া নয়। টোনার হিসেবেও দারুণ কাজ করে গ্রিন টি। এর অ্যান্টি অক্সিডেন্ট কার্যকারিতা রয়েছে এর ফলে গ্রিন টি ত্বকের ক্লান্তি ভাব কমিয়ে ত্বক পুনুরুজ্জীবিত করে তোলে এবং স্কিন টোন ভাল করে।