বছরের বাদ বাকি দিন পোশাক নিয়ে তেমন মাথা ঘামান না, তার ওপর করোনাকালে ওয়ার্ক ফ্রম হোমে অ্যাথলেজারে মনের মত স্বাচ্ছন্দ্য খুজে পেয়েছেন। তবে পুজোর কটা দিন ট্রাডিশনাল না হলেই নয়। তবে শুধু ট্র্যাডিশনাল পোশাক পড়লেই তো চলবে না পুজোর সাজ সম্পূর্ণ করতে মানানসই গয়না চাই। তাই কালীপুজোর রাতে আপনার রূপের আলোয় সবাইকে মুগ্ধ করতে চাইলে শাড়ি বা অন্য কোনও ট্র্যাডিশনাল পোশাক টিম আপ করুন এই দিয়ে। যেমন-
সোনালী রঙের ঝুমকো কানের দুল
ছবি সৌজন্য: instagram@deepikapadukone
সেই কোন প্রাচিনকাল থেকে সোনার ঝুমকো কানের দুলের রীতি চলে আসছে তা খুঁজে বার করা মুশকিল। তাই ট্র্যাডিশনাল কালেকশনে আরও যত দামী ও ভারী গয়না থাকুক না কেন সোনার কানের ঝুমকো কিংবা সোনালী রঙের ঝুমকো দুল তাতে না থাকলে পুরো কালেকশনই বৃথা। যদি আপনারও এই অবস্থা হয় তা হলে এই পুজোয় কিনে ফেলুন ঝুমকো কানের দুল। এগুলো একেবারে টাইসলেস তাই কোনও কালেই আউট অফ ফ্যাশন হওয়ার ভয় নেই। শাড়ি বাছুন, লেহেঙ্গা কিংবা সালোওয়ার সুট সব ধরনের ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গেই দারুন মানাবে এই দুল।
চোকার সেট
ছবি সৌজন্য: instagram@aliaabhatt
ইদানীং এত রকমের নকশা এবং কারুকার্য করা চোকারের সেট পাওয়া যাচ্ছে যে এখন অনায়াসে ট্র্যাডিশনাল সাজ পোশাকের অঙ্গ হিসেবেই ধরা যেতে পারে। এই দারুন দেখতে গয়নাটি একবার গলায় উঠলে আপনার পুরো সাজটাই যেন মুহূর্তে বদলে দেয়। গোটা সাজটাই আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। গলায় একটা স্কাল্পটেড লুক এনে দেয়। শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে দারুণ দেখতে লাগে চোকার সেট।
অক্সিডাইসড জুয়েলারি
ছবি সৌজন্য: instagram@aliaabhatt
সোনার, রূপোর গয়না যতই থাকুন না কেন অক্সিডাইসড গয়নাগাটির চাহিদায় কখনই কোনও ভাটা পড়েনি। বাজেট ফ্রেন্ডলি এই গয়না কিনতে পকেটও পোড়ে না। এদিকে আবার যুগের সঙ্গে তাল মিলিয়ে নিত্য দিন বদলে যাচ্ছে এই গয়নার নকশা কারুকার্য। আরও আকর্ষণীয় হয়ে উঠছে এর সম্ভার। তাই এই কালীপুজোয় পোশাকের সঙ্গে মানানসই অক্সিডাইসড জুয়েলারি তে সাজিয়ে তুলুন নিজেকে।
লম্বা গলার হার
ছবি সৌজন্য: instagram
সোনালী ঝুমকোর মতই ট্র্যাডিশনাল সাজের সঙ্গে দারুন মানায় সোনালী রঙের লম্বা নেকলেস বা লম্বা গলার হার। এই সাজ আরও সুন্দর করে তুলতে এই লম্বা হারের সঙ্গে মানানসই ছোট হলার হার পরতে পারেন। এতে আপনার লুক আরও সুন্দর হয়ে ওঠে। বিশেষ করে এক রঙের শাড়ি কিংবা ডিজাইনার ব্লাউসের বদলে প্লেন ব্লাউজ পড়লে এই লকেট সমেত লম্বা গলার হার দেখতে ভীষণ ভাল লাগে। এই হারই তখন হয়ে উঠবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট।
বিব নেকলেস
ছবি সৌজন্য: instagram
ছোট বাচ্চাদের যেমন বিবি বা লালাপোশ দেওয়া হয় এই নেকলেস অনেকটা গলায় অনেকটা সে ভাবেই সেটে থাকে বলে এর নাম বিব নেকলেস। জামা কাপড়ের তুলনায় আপনার যদি নেক পিস বা অ্যকসেসরি আপনার বেশি পছন্দ হয় তাহলে এই বিব নেকলেস আপনার জন্যেই। অতি জমকালো পোশাকের বদলে হালকা রঙের পোশাকের সঙ্গে বিব নেকলেসের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ দেখতে বেশ লাগে।
পার্ল মাঙ্গটিকা বা মু্ক্ত বসানো টিকলি
ছবি সৌজন্য: instagram@aliaabhatt
যাঁরা গলায় কিংবা কানে ভারী গয়না পড়তে ভাল বাসেন না। তাঁরা কিন্তু এই একটা টিকলি পড়েই বাজিমাত করতে পারেন। পছন্দের পোশাকের সঙ্গে মানানসই মুক্তো বসানো টিকলি, জমকালো নয় ঠিকই কিন্তু সোফিসটিকেটেড ও ক্লাসি তো বটেই। পুজোর রকমারি সাজে পোশাকের ভিড়ে আপনার এই ‘ফেস্টিভ লুক’ যে নজর কাড়বে সবার, তা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না।