সোশাল মিডিয়ায় উঁকি দিলেই রূপচর্চার, নেল আর্ট আর মেকআপের ভিডিও যেন হুমড়ি খেয়ে পড়ছে আপনার টাইমলাইনে। সম্প্রতি একটি সমিক্ষায় উঠে এসেছে উত্সবের মরসুমে এই ভিডিওর সংখ্যা বেড়েছে চারগুন। আর এখন মেকআপ ও সাজসজ্জার ভিডিওতে মজেছেন ভারতের প্রায় ৪০ শতাংশ নেটাগরিকরা। সাজসজ্জায় যা কিছু ট্রেন্ডিং দেখতে পাবেন সব কিছুই। আর এই ভিডিও দেখেই এখন আপনার মন মজেছে দুর্দান্ত সব নেল আর্টে। কিন্তু দেখতে যত সহজ লাগে করতে আপনার কালঘাম ছুটছে। তা এই অবস্থায় বাছাই করা তিনটি ট্রেন্ডিং আবার সহজ এবং দারুন দেখতে নেল আর্ট স্টাইল রইল আপনার জন্য। দেখে নিন-
অম্বরে নেলস
এই নেল আর্ট বেশ পুরোনো। তবে একে টাইমলেস বললেই চলে। এই ক্লাসিক স্টাইল ফ্যাশনের দিক থেকে কখনই পুরোনো হয় না। দুটো কি একাধিক রঙ মিশিয়ে এই নেল আর্ট তৈরি করা হয়। একটা গ্রেডিয়েন্ট এফেক্ট তৈরি হয়। বিভন্ন ধরনের টেক্সচার ও গ্লিটারের ব্যবহার তৈরি হয় এই স্টাইল।
কীভাবে করবেন
প্রথমে নখে একটা ট্র্যান্সপ্যারেন্ট নেল পালিশ লাগিয়ে নিন। এটা শুকিয়ে গেলে বিজ কালারের নেল পালিশ লাগিয়ে নিন।
এবার একটা ছোট স্পঞ্জের টুকরো নিয়ে বিজ ও হলুদ রঙের নেল পালিশ লাগিয়ে নিন।
এবার এই স্পঞ্জ নখের ওপর লাগান। এমন ভাবে নথের ওপর রাখবেন যেন বেস কালার উপরের দিকে থাকে।
এবার নখ শুকিয়ে নিন। এবং যতক্ষণ না গাঢ় রঙ আসেছ ততক্ষণ এই একইভাবে দুটি রঙ নখে লাগিয়ে নিন। তবে প্রত্যেকবার নেল পালিশ শুকিয়ে নেবেন।
নেল পালিশ শুকিয়ে গেলে নখের ওপরে ট্র্যান্সপ্যারেন্ট জেল টপ কোট হিসেবে লাগিয়ে নিন।
প্যাস্টেল নেলস
এই নেল আর্ট সব থেকে সহজ। আপনার পছন্দের প্যাস্টেল কালারগুলি বেছে নিন এবার নিজের পছন্দ মতো বিভিন্ন প্যাটার্নে নখ সাজিয়ে নিন। ধৈর্য্য থাকলে নতুনত্ব ডিজাইন ও স্টাইল করতে পারেন।
কীভাবে করবেন
পছন্দের প্যাস্টেল কালার বেছে নিন
এবার আলাদা আলাদা নখে আলাদা আলাদা প্যাস্টেল রঙ লাগিয়ে নিন
নেল পালিশ শুকিয়ে গেলে ট্র্যান্সপ্যারেন্ট জেল টপ কোট দিয়ে ঢেকে দিন।
ফ্লোরাল নেলস
এ বছর এই নেল আর্ট ভীষণ ট্রেন্ডিং। বিভিন্ন রকমের ফুলের নকশা ও রঙের মেল বন্ধনে দারুন সব কারুকার্য ফুটে উঠেছে প্রত্যেকটি নখে।আপনার সাজের সঙ্গে, পোশাকের সঙ্গে মানানসই এই নেল আর্ট করে নিতে পারেন।
কীভাবে করবেন
পোশাকের সঙ্গে মানানসই রঙের নেল পালিশ মাঝখানের দুটি নখ ছেড়ে তিনটি নখে লাগিয়ে নিন।
এই দুটি নখে সাদা রঙের নেলপালিশ লাগিয়ে নিন।
এবার একটা টুথপিকে আপনার পছন্দের রঙ নিয়ে সাদা নখের ওপর পছন্দের ফুলের ডিজাইন বানিয়ে নিন। প্রয়োজনে সরু ব্রাশ বা নেল আর্ট টুল ব্যবহার করতে পারেন।
নকশা হয়ে গেলে নেল পালিশ ভাল করে শুকিয়ে নিয়ে এর ওপর ট্র্যান্সপ্যারেন্ট জেল টপ কোট লাগিয়ে নিন।