আজকের রাশিফল: ১২ জুলাই ২০২১, সোমবার
মেষ রাশি: পুরনো কথা চিন্তা করে বর্তমান সময় নষ্ট করবেন না৷ প্রতিকূল অবস্থার মধ্যেও মানসিক শান্তি অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা বজায় থাকবে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে। গৃহে নতুন অতিথির আগমন ঘটবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। সাদা দ্রব্য কিংবা বস্ত্রলাভ হবে।
বৃষ রাশি: কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগগুলো লক্ষণীয় হয়ে উঠতে পারে। কোনও আনন্দদায়ক সংবাদ পেতে পারেন৷ প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে৷ তবে শরীর ও মনের উপর একটা চাপ সব সময় অনুভব করবেন। ছোটখাটো অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে না চললে বিরোধ অনিবার্য। গৃহে নতুন কোনও বিলাস দ্রব্য আসতে পারে। প্রেমিক-প্রেমিকাদের দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।
মিথুন রাশি: সামান্য আর্থিক যোগাযোগ ও অর্থাগম হলেও অর্থ নিয়ে দুশ্চিন্তা থাকবে৷ কর্মক্ষেত্রও থাকবে উদ্বেগপূর্ণ। ব্যয় বাড়বে অতিমাত্রায়। হঠাৎ ছোট কোনও ঘটনার কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে। শরীর বিশেষ ভালো যাবে না। গৃহে আত্মীয়ের আগমন হবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বর্তমান থাকবে৷
কর্কট রাশি: মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতার মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। হওয়া কাজ বিলম্বিত হবে। তবে প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কারও সাথে অযথা মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি। কথা রক্ষার্থে কোথাও আতিথ্যগ্রহণ। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয়। প্রেমিক-প্রেমিকাদের মনোমালিন্য ও অশান্তির সৃষ্টি হবে।
সিংহ রাশি: হতাশা আর নৈরাশ্যে মনটা সব সময়ই বিচলিত থাকবে৷ হওয়া কোনও কাজ অথবা পাওনা কিছু অর্থ আটকে থাকবে। সবকিছুই মেনে নিতে চেষ্টা করুন নইলে অশান্তি অনিবার্য। অপ্রত্যাশিত অর্থলাভ। শুভ কর্মে অর্থ ব্যয়৷ ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক শান্তি বিঘ্নিত হবে। প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ও মতবিরোধজনিত অশান্তি ভোগ করতে হবে।
কন্যা রাশি: অতীতের ফেলে আসা দিনগুলোর কথা মনে কষ্ট দিতে পারে। সব কিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই নেই। নৈরাশ্য মনকে ভরিয়ে তুলবে। কারও সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি। অর্থ কিংবা দ্রব্য ক্ষতি এবং অন্যের গৃহে নিমন্ত্রিত হবেন। প্রেমিক প্রেমিকাদের মতবিরোধ জনিত অশান্তি ভোগ ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
তুলা রাশি: আজ শত্রুর আক্রমণ থেকে সাবধান থাকুন। জমি কেনাবেচায় প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় গুরুজনের সঙ্গে বিবাদের আশঙ্কা। আর্থিক সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশি: আজ ব্যবসায় শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা আছে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে।
ধনু রাশি: আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট দেখা দেবে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়।
মকর রাশি: প্রবাসী কারও বাড়িতে আসার খবর পেতে পারেন। বিপদে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে মানসিক শান্তি। আত্মীয়দের নিয়ে চিন্তা থাকবে।
কুম্ভ রাশি: রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ অনেক অতিথি সমাগম হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা খুব ভালো। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীর নিয়ে খরচ বাড়বে৷ কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে৷
মীন রাশি: অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে৷ অলৌকিক কারণে ভয় পেতে পারেন৷ পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে৷ কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে৷ স্ত্রীয়ের কাছ থেকে কোনও ভালো সংবাদ পাবেন৷ নতুন বাড়ি তৈরি নিয়ে আলোচনা হতে পারে৷