আজকের রাশিফল: ১০ জুলাই ২০২১, শনিবার
মেষ রাশি: কোনও কথা বলার আগে ভাবনা চিন্তা করুন৷ স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার জন্য অনেকের নেক নজরে পড়তে পারেন৷ বাড়িতে টাকাপয়সা এবং মূল্যবান জিনিস সাবধানে রাখুন৷ কর্মস্থলে ঝামেলা কেটে যাবে৷ সৃজনশীল কাজের জন্য আপনি প্রশংসা পাবেন৷
বৃষ রাশি: বহুদিনের পুরোনো ঝামেলা আজ মিটে যেতে পারে৷ আর্থিক দিক উন্নত হবে৷ আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে মনে শান্তি পাবেন৷ কাজের চাপ বেশি থাকায় বাড়ির লোকজনের সাথে বেশি সময় কাটাতে পারবেন না৷ আজ একটু সাবধানে থাকুন, কোনও বদনাম ঘটতে পারে৷
মিথুন রাশি: কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে৷ আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে বাধা আসবে৷ বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ দেবে৷ তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি৷ হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ৷ মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন৷
কর্কট রাশি: আজ যোগব্যায়াম করে কিছুটা সময় কাটান৷ আপনার শরীর মন ভালো থাকবে৷ আজ সকলের কাছে আপনি খুব প্রিয় হয়ে উঠবেন৷ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের থেকে প্রশংসা পাবেন৷ তবে আপনার টাকা পয়সা সাবধানে রাখুন৷ বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে৷
সিংহ রাশি: আজ সকাল থেকে ভালমন্দ মিশিয়ে চলতে পারে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ৷ ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভালো কাজ নষ্ট করতে পারে৷ সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে৷ মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা৷
কন্যা রাশি: স্নায়বিক অসুখে ভোগান্তির যোগ৷ প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে৷ আজ ব্যবসায় ঝুঁকি নিয়ে বেশি লাভ পেতে পারেন৷ আজ আপনার ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে অনেকেই আপনার বন্ধু হতে চাইবে৷ কোনও সামাজিক আলোচনায় উপস্থিত থাকতে পারেন৷
তুলা রাশি: কাজের চাপ আপনাকে বিরক্ত করে তুলবে৷ সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে এর সমাধান পাবেন৷ অর্থ অপচয়ের সমস্যাগুলো আজ আপনি উপলব্ধি করবেন৷ পরিবারকে বেশি সময় দিতে না পারায় মনোমালিন্য হতে পারে৷ সকলের সঙ্গে বুঝে কথা বলবেন৷
বৃশ্চিক রাশি: সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে৷ আইনি কোনও সমস্যায় পড়তে পারেন৷ নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য আজ বিশেষ দিন৷ মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে৷ আবেগের বশে কোনও কাজ করলে বিপদ৷ আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন৷
ধনু রাশি: আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে৷ শরীর ভালো থাকবে৷ আজ কেনাকাটা করে কিছু টাকা খরচ হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা৷ অতিরিক্ত সময় নষ্ট করবেন না৷ আপনার পদোন্নতির খবর আসতে পারে।
মকর রাশি: বাইরের খাবার থেকে অসুস্থ হতে পারেন আজ৷ মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে৷ কর্মক্ষেত্রে জটিলতা কেটে যেতে পারে৷ প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে৷ বন্ধুর কারণে কোথাও সন্মানিত হতে পারেন৷ ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে৷
কুম্ভ রাশি: কাউকে আজ পরামর্শ না দেওয়াই ভালো৷ জীবনে আরও উন্নতি করতে গেলে আপনার মনোভাবের পরিবর্তন প্রয়োজন৷ অধিক অর্থ উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন৷ পারিবারিক কোনও মঙ্গল অনুষ্ঠানের আয়োজন হতে পারে৷
মীন রাশি: প্রেমের ব্যাপারে খারাপ খবর আসতে পারে৷ ধর্ম আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে৷ অজানা উৎস থেকে আজ অর্থ উপার্জন হতে পারে। সন্তানদের থেকে সুখবর পাবেন৷ আজ স্ত্রীকে সময় দিন৷ অন্যদের সাথে বেশি সময় নষ্ট করবেন না৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন৷