কলকাতা: সোনার (Gold) ব্যবহার আমাদের দেশে অনেকটাই বেশি। বলা হয়ে থাকে ভারতের মহিলারা বিশ্বের ওঠে সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে থাকেন। তবে শুধু মাত্র গহনার জন্য নয়, প্রাচীনকাল থেকে সোনাকে বিনিয়োগের একটি ভালো মাধ্যম হিসেবে বিবেচনা করে হয়। কারণ সোনা বিনিয়োগ অনেক বেশ ইতিবাচক প্রভাব ফেলে আমাদের ভবিষ্যতে। জেনে নিন আজ দশমী অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে সোনার দাম কত রয়েছে।
মঙ্গলবার কলকাতায় সোনার দাম:
২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫,৮৪৫ টাকা।
২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৮,৪৫০ টাকা।
২২ ক্যারেট ১০০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫,৮৪,৫০০ টাকা।
২৪ ক্যারেট ১ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৬,১৫০টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৬১,৫০০ টাকা।
২৪ ক্যারেট ১০০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৬,১৫,০০০ টাকা।
২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬,১২০টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬১,২০০ টাকা।
২৪ ক্যারেট ১০০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৬,১২,০০০ টাকা।
মঙ্গলবার রুপোর দাম:
রুপোর দর সোনার সঙ্গে তাল মিলিয়ে চলে। সোনার দাম যখন বৃদ্ধি পায়, রুপোর দরও তখন বাড়তে থাকে। দেখে নিন কলকাতায় কত যাচ্ছে রুপোর দাম-
১ কেজি রুপোর বাটের দাম ৭২,৪৫০ টাকা।
১ কেজি খুচরো রুপো ৭২,৫৫০ টাকা।