কলকাতা: সামনেই উৎসবের মরশুম। অক্টোবর মাসে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja)। তারপর নভেম্বরেই রয়েছে ধনতেরস, দীপাবলির (Diwali) উৎসব। এই সময়টাই সোনা (Gold) কেনার হিরিক যেন অনেকটাই বেড়ে যায়। তবে সোনার দাম যে হারে চড়চড়িয়ে বাড়ছে তাতে কিনতে যাওয়াটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মীবার কলকাতায় সোনা-রুপোর কী দাম রয়েছে।
GST এবং TCS বাদে রবিবার সোনার দাম (৭ সেপ্টেম্বর, ২০২৩)
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫, ৫০০ টাকা
২২ ক্যারাট ৮ গ্রাম সোনার দাম ৪৪, ০০০ টাকা
২২ ক্যারেট ১০ সোনার দাম ৫৫, ০০০ টাকা।
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৫০, ০০০ টাকা
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬, ০০০ টাকা।
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম ৪৮, ০০০ টাকা
২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬০, ০০০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৬,০০, ০০০ টাকা।
রবিবার রুপোর দাম ( ৩সেপ্টেম্বর, ২০২৩)
১ গ্রাম রুপোর দাম ৭৪.৭০ টাকা।
৮ গ্রাম রুপোর দাম ৫৯৭.৬০ টাকা।
১০ গ্রাম রুপোর দাম ৭৪৭ টাকা।
১০০ গ্রাম রুপোর দাম ৭, ৪৭০ টাকা।
১ কেজি রুপোর দাম ৭৪, ৭০০ টাকা।
১০ গ্রাম রুপোর দাম ৭৬৯ টাকা।