কলকাতা: সামনেই রয়েছে উৎসবের মরশুম। অক্টোবর মাসেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja)। তারপর নভেম্বরেই রয়েছে ধনতেরস, দীপাবলির (Diwali) উৎসব। এই সময়টাই সোনা (Gold) কেনার হিরিক যেন অনেকটাই বেড়ে যায়। তবে সোনার দাম যে হারে চড়চড়িয়ে বাড়ছে তাতে কিনতে যাওয়াটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। সোনার সঠিক দাম বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগে সাহায্য করে। অথবা কেবলমাত্র ব্যবহারের জন্য এই মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রেও সাহায্য করে। এই মূল্যবান ধাতু কেনার আগে, কলকাতায় সোনার দাম দেখে নেওয়া যাক। আজ, বুধবারও অপরিবর্তিত রইল সোনার (Gold) দাম। অন্যদিকে, মঙ্গলবারের মতো রুপোর (Silver) দামও অপরিবর্তিত রয়েছে।
জিএসটি (GST) এবং টিসিএস (TCS) বাদে কলকাতায় বুধবার (৫ সেপ্টেম্বর, ২০২৩) সোনার দাম কী রয়েছে চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: কোথায় কোথায় বাড়ল জ্বালানির দাম, জানেন?
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫, ৫৩০ টাকা।
২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম ৫৫,৩০০ টাকা।
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৫৩,০০০ টাকা
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬,০৩২ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,৩২০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৬,০৩,২০০ টাকা
রুপোর দাম ( ৫সেপ্টেম্বর, ২০২৩)
১ কেজি রুপোর বাটের দাম এদিন ৭৬,২০০ টাকা।
১ গ্রাম রুপোলি ধাতুর দাম ৭৬.৯০ টাকা।
১০ গ্রাম রুপোর দাম ৭৬৯ টাকা।