শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় সব থেকে সংবেদনশীল চোখ। তাই দোল খেলার আগে ও পরে চোখের বাড়তি যত্নের প্রয়োজন। বাজার থেকে কেনা রঙয়ের রাসায়নিকের থেকে চোখ বাঁচাতে এই বিষয়গুলো মেনে চলুন। যেমন-
দোল খেলার পর চোখ পরিষ্কার করতে আই ড্রপ ব্যবহার করুন। অধিকাংশ ক্ষেত্রেই দোল খেলার পর জল দিয়ে চোখ পরিষ্কার করেন। কিন্তু এটা চোখ পরিষ্কারের সঠিক পদ্ধতি নয়। চোখে রঙ চলে গেলে তা পরিষ্কার করতে জল ব্যবহার করলে রঙ চোখে আরও ছড়িয়ে পড়ে এর ফলে চোখে জ্বালা বা চোখ চুলকানোর মতো সমস্যা আরও বেড়ে যায়। তাই জলের বদলে আই ড্রপ ব্যবহার করুন। এতে ক্ষতিকারক রাসায়নিক চোখে গেলে তা সহজে পরিষ্কার হয়ে যাবে এবং রঙ চোখে ছড়িয়ে পড়বে না।
রঙ খেলার সময় চোখে রঙ গেলে চোখ ডলবেন না। তা হলে চোখে জ্বালা এবং চুলকুননির সমস্যা হতে পারে। বরং চেষ্টা করুন পরিষ্কার কাপড় দিয়ে চোখ পরিষ্কার করুন। চোখে চাপ দেবেন না এবং চোখ পরিষ্কার করতে অবশ্যই আই ড্রপ ব্যবহার করুন।
আপনাদের কনট্যাক্ট লেনস পড়ার অভ্যেস থাকলে দোল খেলার সময় কিন্তু কনট্যাক্ট লেন্স পড়বেন না। বরং রঙ খেলার সময় চশমা পড়ুন এতে চোখ সুরক্ষিত থাকবে। কনট্যাক্ট লেনস পড়ে খেললে চোখ রঙ গেলে লেন্সের গায়ে রঙ জমে যেতে পারে।
চেষ্টা করুন দোল খেলার সময় যাতে প্রাকৃতিক রঙ ব্যবহার করা যায়। এতে শুধু চোখ নয় বরং ত্বক ও চুল সব ভাল থাকবে। অর্গ্যানিক কালার দিয়ে দোল খেলতে পারেন। এগুলি বাড়িতেই প্রাকৃতিক উপকরণ যেমন হলুদ, ফুল ও বেসন দিয়ে রঙ তৈরি করে নিতে পারেন।
রঙয়ের উত্সব ও আনন্দ যাতে কোনও ভাবেই মাটি না হয়ে যায় তার জন্য এই নিয়মগুলো মেনে চলুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিশ্চিন্তে মেতে উঠুন দোল খেলার আনন্দে।
(ছবি সৌ:Unsplash)