এবার রেসিপি দেখে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতেই এভাবে করুন হেয়ার স্পা Hair Spa)। এই শীতেও চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতে দারুণ কাজের এই সব ট্রিটমেন্ট। টান পড়বে না পকেটেও।
কোকোনাট ক্রিম হেয়ার স্পা
নারকেলে কী আছে আর কী নেই! প্রয়োজনীয় ফ্যাটি অয়েল, ভিটামিন বি১, বি৩, বি৫, বি৬, সি ও ই তো রয়েছে। এছাড়াও আছে প্রাকৃতিক খনিজ উপাদান ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। তাই নারকেল ক্রিম দিয়ে চুলের যত্ন নেওয়া মানে বুঝতেই পারছেন হাতেনাতে ফল।
স্পা ট্রিটমেন্টের পদ্ধতি: একটি কাঁচের বাটিতে হাফ কাপ নারকেলের ক্রিম নিন।
এরপর চুলে ১০ মিনিট ভাপ দিন। ভাপ দেওয়ার পর ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কোকোনাট ক্রিম ভাল করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন।
এক ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ও চুল ভাল করে ধুয়ে নিন।
ভাল ফল পেতে এই মাস্ক অন্তত সপ্তাহে এক বার ব্যবহার করুন।
মেথি দিয়ে হেয়ার স্পা
চুলের হাজারো সমস্যার সমাধান করতে পারে মেথি। খুশকির সমস্যার প্রতিরোধ করে চুল ঘন ও কালো করতে এর জুড়ি মেলা ভার।
স্পা ট্রিটমেন্ট পদ্ধতি: মাস্ক বানানোর জন্য প্রথমেই আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে রাখুন।
সকালে মধু ও টক দই-র সঙ্গে ভাল করে পিষে নিন।
মিশ্রণটি লাগানোর আগে ১০ মিনিট চুলে ভাপ দিয়ে নিন। এরপর আরও ১০ মিনিট অপেক্ষা করে মিশ্রণটি লাগিয়ে নিন।
চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।
মাইল্ড শ্যাম্পু দিয়ে ভাল করে মাথাও চুল ধুয়ে নিন।
সপ্তাহে একবার এই ট্রিটমেন্ট ব্যবহার করলে ভাল ফল পাবেন।
আরও পড়ুন: এই শীতে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে বাড়িতেই হেয়ার স্পা করুন এই দুই উপকরণ দিয়ে
স্ট্রবেরি প্রোটিন হেয়ার স্পা
অফিস হোক বা বাড়ি। কারণ যাই হোক স্ট্রেসের কারণে চুল ঝরলে কাজে লাগবে এই স্ট্রবেরির হেয়ার স্পা।
স্পা ট্রিটমেন্টের পদ্ধতি: মাস্ক তৈরি করতে স্ট্রেবেরির সঙ্গে আপনার পছন্দের যে কোনও একটি প্রোটিন যেমন ডিমের কুসুম, দুধ বা প্লেন ইয়গহার্ট বেছে নিন। এবার দুটো উপকরণ ভাল করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিশিয়ে নিন।
এরপর ১০ মিনিট চুলে স্টিম বা ভাপ দিয়ে নিন। ১০ মিনিট পরে মাথা সরিয়ে নিন এবং কমপক্ষে আরও ১০ মিনিট অপেক্ষা করুন।
এরপর স্ট্রবেরির মিশ্রণটা চুলে ভাল করে লাগিয়ে নিন। গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে এই মিশ্রণ। এরপর ১৫ মিনিটের জন্য মিশ্রণটি মাথায় রেখে দিন।
এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ও চুল ভাল করে ধুয়ে নিন। ভাল ফল পেতে সপ্তাহে অন্তত একবার এই হেয়ার স্পা ব্যবহার করুন।
বাড়িতে হেয়ার স্পা-র অন্যতম কঠিন কাজ হল চুলে স্টিম দেওয়া। কীভাবে দেবেন জেনে নিন-
সর্দি, কাশি হলে যেভাবে আমরা ভাপ নিই, চুলের ক্ষেত্রেও পদ্ধতিটা অনেকটা এক। একটি বড় পাত্রে গরম জল নিয়ে মাথায় তোয়ালে চাপা দিয়ে ভাপ নিন। এই ভাপ চুলে যাতে ভাল ভাবে বসে যেতে পারে তাই একটু সময় দিন। বিভিন্ন স্পা ট্রিটমেন্ট অনুযায়ী সেটা আপনি কীভাবে নেবেন জানিয়ে দেওয়া হবে।