ত্বকের জন্য ডার্ক চকোলেট কতটা উপকারী তা নতুন করে বলার প্রয়োজন নেই। ডার্ক চকোলেট যেমন মুহূর্তে দুশ্চিন্তা, ক্লান্তি দূর করে মন ভাল করে দিতে পারে ঠিক তেমনই এই উদ্বেগ ও দুশ্চিন্তার কারণে মুখে ব্রণ সহ ত্বকের একাধিক সমস্যার সৃষ্টি হয় তা কম করতে পারে ডার্ক চকোলেটের তৈরি ফেস প্যাক। তবে এই গরমে চকোলেট ফেস মাস্ক শুনে নাক কুচকোবেন অনেকেই। কিন্তু চিন্তা নেই চকোলেট ব্যবহার হলে ত্বকে অতিরিক্ত তেলেতেল হয়ে যাওয়ার মতো সমস্যা থাকবে না। উল্টে কড়া রোদে ও প্রচণ্ড গরমে ঝলসে যাওয়া ত্বকে একেবারে নতুন প্রাণে সঞ্চার করবে এই চকোলেট ফেস মাস্ক।
চকোলেট ক্লে ফেস মাস্ক
রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতে সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করতে হবে এই ফেস মাস্ক। ত্বক উজ্জ্বল করে রোমকূপের মুখে জমে থাকা ময়লা পরিষ্কার করে এই ফেস প্যাক ত্বক করে তুলবে একে বারে তর তাজা। পাশাপাশি মুখের ত্বক করে তুলবে মসৃণ।বাড়তি পাওনা এই গরমে ঠাণ্ডা রাখবে ত্বক।
ফেস প্যাক তৈরি করে নিন এভাবে
একটি পাত্রে ১/৪ কোকো পাউডার নিয়ে তাতে ২ টেবিলচামচ মুলতানি মাটি মিশিয়ে দিন। এবার এতে টক দই ঢেলে ভাল করে তিনটি উপকরণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে পাতিলেবুর রস নারকেল তেল এই মিশ্রণে মিশিয়ে এটাকে ঘণ করে নিন। এবার এই ফেস প্যাক মুখে ও গলায় লাগিয়ে নিন। মিশ্রণটি অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে জল দিয়ে পরিষ্কার করে নিন।
চকোলেট হনি ফেস মাস্ক
এই গরমে ত্বক ভীষণ শুষ্ক হয়ে চামড়া উঠতে শুরু করে। তাই এই সময় ত্বক ময়শ্চারাইজ করে ত্বকের জৌলুস ধরে রাখতে ভীষণ কাজের এই চকোলেট হনি ফেস মাস্ক
ফেস প্যাক তৈরি করে নিন এভাবে
একটি পাত্রে সমান পরিমাণে গলিয়ে রাখা ডার্ক চকোলেট ও মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এবার এতে কয়েক ফোটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। এটা ত্বক উজ্জ্বল করবে ও মুখের রোমকূপের মুখ খুলে দেবে। এবার এই মিশ্রণটি ঘণ করে মুখে ও গলায় লাগিয়ে নিন। প্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।
চকোলেট ফ্রুট মিক্স ফেস মাস্ক
যাদের ব্রণর সমস্যা আছে তারা এই প্যাক ব্যবহার করে ভাল উপকার পাবেন। এই টোনিং ফেস মাস্ক ত্বকের টেক্সচার ভাল করে, ইনফ্লেমেশন ও লালচে ভাব কমিয়ে ব্রণ, দাগছোপ দূর করে। তবে শুধু ব্রণ প্রবণ না সব ধরণের ত্বকের অধিকারীরাই এই প্যাক ব্যবহার করতে পারে। এটা ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতার জোগান দেয়। ফলে ত্বক মসৃণ, নমনীয় হয়ে ওঠে। ব্রণ প্রবণ ত্বকে যাদের, তারা নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ব্রণর হাত থেকে রেহাই পাবেন।
কীভাবে বানাবেন ফেস প্যাক
এই দারুণ একটা হাইড্রেটিং ও স্কিন নরিশং ফেস মাস্ক বানাতে একটা পাকা কলা, এক কাপ স্ট্রেবেরি ও এক কাপ তরমুজ ব্লেন্ডার দিয়ে মেল্টেড চকোলেটের সঙ্গে ব্লেন্ড করে নিন। দারুণ মিষ্টি গন্ধের একটা মিশ্রণ তৈরি হবে,দেখবেন লোভে পড়ে খেয়ে ফেলবেন না যেন। মিশ্রণটি ঘন করে মুখে ও গলায় লাগিয়ে নিন। অন্তত ২০ থেকে ২৫ মিনিট রেখে গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
(ছবি সৌ: Unsplash)