শোওয়ার ঘরের এক ঘেয়ে লুক আর ভালো লাগছে না। বেশ কিছু দিন ধরেই ভাবছেন বেড রুমের একটা মেকওভারের কথা কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। তার ওপর আবার যা গরম পড়েছে তাতে এই জিনিসপত্র অন্যত্র সরানো, ঘর পরিষ্কার করে গোছগাছে করার কথা ভাবলেই দীর্ঘশ্বাস পড়ে। তবে এই গরমে যদি রাতে শান্তি ঘুম ঘুমোতে চান তাহলে মন স্থির করে ছুটির দিন দেখে শোওয়ার ঘর নতুন করে সাজিয়ে নিন। দেখবেন বেডরুমের এই লুক চেঞ্জের নিমেষে মন ভাল করে তুলবে। শোওয়ার ঘর মানেই সারদিনের ক্লান্তির শেষে পরম নিশ্চিন্তে চোখ বোজার ঠাই। তাই শোওয়ার ঘরের সাজ যত ছিমছাম রাখবেন তত দেখতে ভাল লাগবে। ঘরে এলেই মন ভাল হয়ে যাবে। এই মিনিম্যালিস্টিক অ্যাপ্রোচে বেডরুম সাজাতে এই ভাবে ধাপে ধাপে সাজিয়ে নিন আপনার বেডরুম-
বিছানা এই ভাবে সাজিয়ে নিন- বিছানা রাখতে হবে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং আকর্ষক। বিছানায় লিনেনের চাদর ব্যবহার করুণ। এতে রকমারি কুশন কভার ব্যবহার করতে পারেন। সাদা চাদরের বিছানার সঙ্গে নানা রঙয়ের কুশন কভার কনট্রাস্ট বেশ ভাল মানাবে। মনে প্রশান্তি আসবে। হেডবোর্ড রাখতে পারেন। আপনার বেডরুমের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এই হেডবোর্ড। এই হেডবোর্ড কীভাবে সাজাবেন তার ওপর নির্ভর করছে কতটা সুন্দর হবে আপনার শোওয়ার ঘরের নিউ মেকআপ লুক।
পর্দার কাপড়- শুধু যে বাইরের জগতকে আড়াল করে পর্দা তা শুধু নয় বরং বাড়িতে একটা এসথেটিক মাত্রা যোগ করে। পর্দা বাছার সময় লম্বায় বড় পর্দা নিন। ঘরের বড় পর্দা থাকলে জানলা বড় দেখায়।
এর জন্য শিয়ার কার্টেন বাছতে পারেন। এমন যা দেওয়ালের রঙয়ের সঙ্গে যেন খাপ খায়। সঙ্গে ব্ল্যাকআউট রাখুন।
নাইট টেবিল- মোবাইল ফোন রাখতে হোক কিংবা জলের বোতল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্রের জন্য নাইট টেবিল না হলেই নয়। নাইট টেবিলের সঙ্গে মানানসই টেবিল ল্যাম্প নিঃসন্দেহে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। নাইট টেবিল বাছার ক্ষেত্রে কমপ্যাক্ট নাইট টেবিল বাছুন যাতে অধিকাংশ প্রয়োজনীয় জিনিসপত্র এতেই রাখা যায়। এতে ঘর ছিমছাম দেখাবে।
সঠিক লাইটিং- শোওয়ার ঘরের পরিবেশকে অনেকটাই প্রভাবিত করতে পারে ঘরের লাইটিং। তবে মাথায় রাখবেন আলো যেন সরাসরি আপনার ওপর না পড়ে। উগ্র আলোয় মাথা ব্যথা ও অস্বস্তি হতে পারে। এমন আলো বাছুন যা ঘরের পরিবেশ যেন মনোরম রাখে।
ওয়াড্রব ডিজাইন- কাপবোর্ড ও আলমারি অনেকটা জায়গা নিয়ে নেয়। তবে বেডরুমের জন্য এই ওয়াড্রব ও কাপবোর্ড খুব বুঝে শুনে বাঁচতে হবে। শোওয়ার ঘরের ওয়াড্রব বা আলমারি এমন ভাবে তৈরি করতে হবে যাতে বেশি জায়গা না নেয় এবং খুব বেশি প্রকট না হয়। তা হলে ঘরের মিনিম্যালিস্টিক লুক নষ্ট হবে। শোওয়ার ঘর আসবাবপত্রে ঠাসা ও ছোট মনে হবে।
ঘর সাজানোর জিনিসপত্র- ঘর সাজানোর জিনিসপত্র খুব বুঝে শুনে বাছতে হবে। নানা রকমের একাধিক শো পিসে বেড রুম সাজালে ঘরের লুক নষ্ট হতে পারে। মিনিম্যালিস্টিক লুক পেতে হালকা রঙ বাছুন এবং হাইপার ডিজাইন এলিমেন্ট বা জিনিসপত্রের ব্যবহার এড়িয়ে যান। গাঢ় রঙয়ের শো পিস ব্যবহার না করাই ভাল।
(ছবি সৌ: the striped plaid)