পছন্দের ফ্লোরাল ড্রেসের সঙ্গে ম্যাচিং স্যান্ডেল পড়েই কাল হল, এই কড়া রোদ সঙ্গে দোসর হয়ে রাস্তার ধুলো বালি, পায়ের অবস্থা একেবারে তথৈবচ। এই অবস্থায় পায়ের পরিচর্যা করা না হলে সমস্যা আরও বাড়তে পারে। রোদে পোড়া মানেই ত্বকের আর্দ্রতা হারানো। এদিকে মাসের শেষে পার্লারে গিয়ে পেডিকিউর মানেই পকেটে টান। তাই পার্লারের বদলে বাড়িতেই রোদে পোড়া পায়ের যত্ন নিন এভাবে-
দুধ, মধু ও পাতিলেবু দিয়ে তৈরি করে নিন ফুট প্যাক
উপকরণের পরিামাণ
প্যাক বানিয়ে নিন এভাবে
অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করে নিন ফুট প্যাক
উপকরণ
প্যাক বানিয়ে নিন এভাবে
টমেটো আর ওটস দিয়ে বানিয়ে নিন ফুট প্যাক
উপকরণের পরিমাণ
প্যাক বানিয়ে নিন এভাবে
(ছবি সৌ: Unsplash)