প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা সব কেমন হবে, কী বলছে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল।ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন হবে ২০২২ দেখে নিন-
টাকা পয়সা নিয়ে আপনি যথেষ্ট সাবধানী তার ওপর আবার গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে নতুন বছর টাকা পয়সার দিকে থেকে খুবই শুভ। গত এক বছর ধরে যে পরিমাণ পরিশ্রম করেছেন আপনি এবছর তার ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে।তাই দেশে বিদেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য, প্রেম, কেরিয়ার, বন্ধুবান্ধব বিয়ে, সম্পত্তি সব দিক দিয়েই এই বছর হবে মনে রাখার মত।
কেমন হবে কেরিয়ার
কর্মজীবন সুখের হবে। কাজের জায়গায় কর্তৃপক্ষের নেক নজরে থাকবেন। আপনাকে যে কোনও দায়িত্বও দেওয়া হোক না কেন কর্ম দক্ষতা ও পারদর্শীতার সাথে তা আপনি অনায়াসে করে ফেলতে পারবেন। প্রয়োজনে নেতৃত্ব দিতে পারবেন। নতুন নতুন সুযোগ আসবে তবে নতুন পথে হাঁটার আগে ভেবে চিন্তে এগোতে হবে। প্রয়োজনে জৌতিষীর সাহায্য নিতে পারেন। কারন এ বছর আপনার সাড়ে সাতির দশা চলবে।
পড়াশোনার জন্য কতটা শুভ নতুন বছর
কম্পিটেটিভ পড়াশোনার সঙ্গে যারা যুক্ত তারা সৃজনশীলতার দিকে ঝোঁক অনুভব করবেন। প্রয়োজনে এত দিন যা নিয়ে পড়াশোনা করেছেন তা আরও একবার ঝালিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। এমনকি উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমনের যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সহজে হয়ে যাবে। তবে বছরের শেষের দিকে পড়াশোনা নিয়ে বাড়তি য্ত্ন নিতে হবে। অন্য কোনও দিকে মন দিলে আশানুরূপ ফল হবে না।
স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে
শরীর মোটের ওপর ভাল থাকবে। শরীর সুস্থ রাখতে ভাল অভ্যেস যেমন নিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়া সংযত করতে হবে। গলা ব্যাথার সমস্যা হতে পারে। ব্লাড সুগার ও ব্লাড প্রেসারের রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। সন্তান সম্ভবরা বাড়ির বাইরে গেলে সাবধানে থাকবেন। কিছু সাময়িত প্রেগন্যান্সি কম্প্লিকেশন দেখা যেতে পারে।
আর্থিক সচ্ছলতা না পকেটে টান?
সময়টা খুবই শুভ। পকেটে টান তো দুরের কথা বরং আর্থিক সচ্ছলতা এমন হবে যে টাকা পয়সার অভাবে আটকে পড়া কাজও অনায়াসে সেরে নিতে পারবেন।উপার্জনে ভাল হলে বলা বাহুল্য সঞ্চয়ের পথ প্রশস্ত হবে। তবে বছরের প্রথমার্ধে একটু সতর্ক থাকতে হবে। প্রভাব পড়তে পারে উপার্জনের ওপর। তবে এই নিয়ে চিন্তিত হবে এটা সাময়িক।বাড়ি জন্য প্রয়োজনীয় কিছু কেনা কাটার ফলে এই আর্থিক চাপ সৃষ্টি হবে তবে দীর্ঘস্থায়ী হবে না। তাই কেনাকাটার পরিকল্পনা ভেবেচিন্তে করলে কপালে চিন্তার ভাঁজ পড়বে না।
প্রেম ও বিয়ের জন্য কেমন হবে নতুন বছর
দীর্ঘদিনের সম্পর্কের শুভ পরিণয়ের সঠিক সময়। তবে যাই করবেন সেপ্টেম্বরের আগে। এই সময়টা বিয়ের জন্য একদমই শুভ নয়। বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। তবে বিয়ে নিয়ে তাড়াহুড়ো করবেন না। নতুন সম্পর্ক হলে নিজেদের সময় দিন।