কালীপুজোর রাতে কী পরবেন ঠিক করতে পারছেন না। পছন্দের পোশাক না থাকলে এক কথা কিন্তু আপনার সমস্যা পছন্দের একাধিক জামাকাপড় রয়েছে দুর্গাপুজোর সময় কিনেছিলেন সবগুলো পরা হয়নি। বেশ কয়েকটির মধ্যে কোনও একটি বাছতে চাইছেন তা হলে একটা কৌশল কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে এক মজার উপায়। পছন্দের একাধিক পোশাকের মধ্যে কোনও একটি বাছতে নক্ষত্রদের দারস্থ হন। কালীপুজো বা দিওয়ালিতে কোন রাশির জাতকের কি রঙের পোশাক পরা উচিত তা জেনে নিন-
মেষ (aries) রাশির জাতকদের জন্য শুভ লাল রঙ
এই রঙ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং দেখবেন মুহূর্তে মুন খুশিতে ভরিয়ে দেবে। তাই কালীপুজোর রাতে বেছে নিন লাল রঙের পোশাক, চোখের মণি হয়ে উঠুন উপস্থিত সকলের।
বৃষ (taurus) রাশির জাতকদের জন্য শুভ নীল রঙ
নীল হল নিউট্রাল কালার। আর পুজোর দিন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এটা ভীষণ শুভ। নীল রঙয়ের তেমন উগ্রভাব নেই আবার সুন্দর একটা নমনীয় ভাব আছে যা মন ছুঁয়ে যায়।
মিথুন (gemini) রাশির জাতকদের জন্য শুভ কমলা রঙ
মিথুন রাশিরর জাতক জাতিকারা এদিন গাঢ় রঙেয়ের সাজ বেছে নিন। রঙ হোক কমলা। আলোর রোশনাইয়ের মধ্যে কমলা রঙে ফুটে উঠুক আপনার সদহাস্য ব্যক্তিত্বের সুন্দর ছবি।
কর্কট (cancer) রাশির জাতকদের জন্য শুভ সবুজ রঙ
কর্কট রাশির জাতক জাতিকরা ভাবপ্রবণ এবং তাঁরা সাধারণ এ রকম রঙ বা জামাকাপড় পছন্দ করেন যার বিশেষ কোনও অর্থবাহি বা কোনও কাজে আসে। সবুজ মানে প্রকৃতির ছোঁয়া আর যেহেতু মিথুন রাশির লোকের প্রকৃতি প্রেমি হন তাই পোশাকের রঙ হিসেবে এই সবুজকেই বেছে নিন। মনের শান্তির জন্য এবং উত্সবের আনন্দে মেতে উঠতে এই রঙ আপনাদের জন্য ভীষণ শুভ।
সিংহ (leo) রাশির জাতকগদের জন্য শুভ ব্রাউন রঙ
এই সূর্য রঙ এই জাতক জাতিকাদের ভীষণ পছন্দ। মেজাজেও রাশভারী আবার স্টাইল স্টেমেন্ট একইসঙ্গে বোল্ড এবং ক্লাসি তাই আপানাদের জন্য বাদামী রঙ শুভ। এবার বাদামী রঙের পোশাকে সাজিয়ে তুলুন নিজেকে।
কন্যা (virgo) রাশির জাতকদের জন্য শুভ সাদা রঙ
সোফিস্টিকেটেড ও ক্লাসি, ব্যবহারে উদারমনস্ক পরিচয় রয়েছে। তাই কন্যা রাশি জাতক-জাতিকার বেছে নিন সাদা রঙের পোশাক।
তুলা (libra) রাশির জাতকদের জন্য শুভ হলুদ রঙ
তুলা রাশির জাতক জাতিকারা এই কালীপুজোয় সেজে উঠুন হলদে রঙের ট্র্যাডিশনাল লুকে। উত্সবের আমেজ যেন ধরা পড়বে আপনার পোশাকেই।
বৃশ্চিক (scorpio) রাশির জাতকদের জন্য শুভ মেরুন রঙ
এই রাশির জাতক জাতিুকার গাঢ় রঙের পোশাক পরতে ভালবাসেন। তাই মেরুণ রঙের শাড়ি বা সুট পড়তে পারেন।
ধনু (sagittarius) রাশির জাতকদের জন্য শুভ বেগুনি রঙ
এই রাশির জাতক জাতিকাদের স্টাইল স্টেটমেন্ট সব সময় ভীষণ পোলিস্ড ও ক্লাসি। তাই পুজোর রাতে বেছে নিন বেগুনি রঙয়ের পোশাক।
মকর (capricorn) রাশির জাতকদের জন্য শুভ কালো রঙ
স্টাইলিশ ও সফিস্টিকেটেড কালো রঙের ডিজাইনার পোশাকে আরও আকর্ষণীয় করে তুলুন আপনার ব্যক্তিত্ব।
কুম্ভ (aquarius) রাশির জাতকদের জন্য শুভ গ্রে বা ছাই রঙ
খানিকটা অদ্ভুত আবার বেশ ক্লাসি, কুম্ভ রাশির জাতক জাতিকার বেছে নিতে পারেন ছাই রঙের কোনও পোশাক। এবং একে লাল, হলুদ, গোলাপি কিংবা নেভি ব্লু বা সবুজের সঙ্গে টিমআপ করে তাক লাগিয়ে দিন সবাইকে।
মীন (pisces) রাশির জাতকদের জন্য শুভ গোলাপি রঙ
মীন রাশির জাতক জাতিকারা এবার সেজে উঠুন গোলাপি রঙের পোশাকে। স্নিগ্ধ, সুন্দর, নজরকাড়া এই রঙ নিঃসন্দের আরও ফুটিয়ে তুলবে আপনার পুজোর লুক।