চোখ কথা বলে। তাই চোখের সাজ ভাল না হলে মুখে মেকআপ সেভাবে ফুটে ওঠে না। আর চোখের সাজ মানেই বাছতে হবে সঠিক আইশ্যাডো। না হলেই অসম্পূর্ণ থেকে যাবে চোখের ভাষা। বিয়ের মরশুমে তাই বিয়ে বাড়িতে নিজের সাজ দিয়ে বাজিমাত করতে চাইলে চোখের সাজকে বাড়তি গুরুত্ব দিতে হবে। মেকআপ করার সময় বাড়তি যত্নের প্রয়োজন। এ ক্ষেত্রে আইশ্যাডোর ব্যবহারই শেষ কথা নয় বরং বাছতে সঠিক আইশ্যাডো যাতে চোখের সাজ হয় মন মতো। আইশ্যাডো ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চললে ভাল ফল পাবেন। যেমন-
স্কিন টোন অনুযায়ী আইশ্যাডো বাছুন
আইশ্যাডো প্যালেট কেনার সময় স্কিনটোনের সঙ্গে মানানসই আইশ্যাডো কিনুন। ভুল শেডের আইশ্যাডো আপনার পুরো সাজটাই নষ্ট করে দিতে পারে।
প্রয়োজন অনুযায়ী প্যালেট বাছুন
আইশ্যাডো প্যালেট বাছার সময় সবকটি রং দেখে নিন। আপনার পছন্দের রং কিংবা যে সব রং আপনার স্কিন টোনের সঙ্গে ভাল যায় সেগুলো যাতে একই প্যালেট পান সেটা দেখে নিয়ে তবেই খরচা করুন। কোনও একটি অনুষ্ঠানের কথা মাথায় রেখে কিনলে লোকসান আপনারই। আইশ্যাডোতে ভ্যারাইটি রাখা সব সময় ভাল।
আরও পড়ুন: শীতের শুষ্ক হাওয়ায় যেন বিবর্ণ না হয় আপনার ঠোঁট
এক্সপায়রি ডেট
শুধু আইশ্যাডো না যে কোনও বিউটি প্রোডাক্ট কেনার আগে আমাদের এক্সপায়রি ডেট দেখে নেওয়া অত্যন্ত আবশ্যক। না হলে এক্সপায়রি ডেট পেরিয়ে গেলে সেই প্রোডাক্টের ব্যবহারে ত্বক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বিউটি প্রোডাক্টের কেনার সময় ত্বকের জন্য মানানসই জিনিস, তার রং,দাম, ব্র্যান্ড এ সব দেখতে গিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকেই ভুলে যান। আর চোখের মতো সংবেদনশীল অঙ্গ হিসেবে এ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন।
ভাল ব্র্যান্ডের আইশ্যাডো
ব্র্যান্ড দেখেই আইশ্যাডো কেনা ভাল। চোখ যেহেতু আমাদের শরীর অত্যন্ত সংবেদনশীল অঙ্গ তাই যে সব ব্র্যান্ডের দীর্ঘদিনের প্রতিষ্ঠা ও পরিচিতি আসে সেই সব ব্র্যান্ডের প্রোডাক্ট কেনা ভাল।