যদি আপনি ত্বক নিয়ে সচেতন হন তাহলে ফেস সিরামের গুরুত্ব আপনার অজানা নয়। ত্বকের পরিচর্যায় ফেস সিরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর ব্যবহার এড়িয়ে না যাওয়াই ভাল। তবে কোন সিরামটা আপনার ত্বকের জন্য উপযুক্ত তা পরীক্ষা নিরিক্ষা করেই ব্যবহার করা ভাল। এর জন্য আপনার ত্বকের ধরণ অনুযায়ী উপযুক্ত সিরাম বাছলে উপকৃত হবেন। আপনার কাজ সহজ করতে রইল এরকমই চারটি সিরামের যা ত্বক নিয়ে সচেতন প্রত্যেকেরই ব্যবহার করা উচিত।
অ্যাকনে ও মুখে দাগছোপ থাকলে নিয়াসিনামাইড ফেস সিরাম ব্যবহার করুন
দুসপ্তাহের মধ্যেই আপনার ত্বককে অ্যাকনে ও দাগছোপ মুক্ত করতে সক্ষম নিয়াসিনামাইড। এর ফলে অনেকটা স্বাভাবিক দেখায় আপনার ত্বক। তেলগ্রন্থিগুলোর থেকে তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং রোমকূপগুলোতে জমে থাকা তেল ও ময়লা পরিষ্কার করে। এতে অ্যালোভেরা ও জিঙ্ক থাকে এর ফলে এই সিরাম অ্যান্টি-ইনফ্লেমেটারি হিসেবেও যথেষ্ট কার্যকর। এর পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়েল কার্যকরিতার ফলে নিয়াসিনামাইড ও জিঙ্কের এই সিরাম খুবই ভাল।
ত্বকের জৌলুস বাড়াতে ব্যবহার করুন ভিটামিন সি ফেস সিরাম
এই সিরামের আপনাক ত্বকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পৌঁছে দিতে সক্ষম। এর ফলে ত্বকে মেলানিনের মাত্রা কমে গিয়ে ত্বকের রঙ পরিষ্কার হয়ে যায়। এবং এর ফলে ত্বক আরও উজ্জ্বল দেখায়। এছাড়াও ত্বকের ক্লান্তি ও রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতে খুবই কার্যকরী এই সিরাম। বিশেষ ধরণের তরল পদার্থ দিয়ে বানানো এই সিরাম ত্বককে জ্বালা ও চুলকানি মুক্ত করে। এদিকে এই সিরামে অ্যাসেটিল গ্লুকোসামিন রয়েছে যা ত্বকের আর্দ্রতা বাড়িয়ে তোল এবং মৃত কোষ পরিষ্কার করে ত্বককে আরও কোমল ও সতেজ করে তোলে।
ত্বকের তারুণ্য ধরে রাখতে ব্যবহার করুন রেটিনল ফেস সিরাম
এই সিরামে শুদ্ধ রেটিনল ও স্কোয়ালিন থাকে। এই পদার্খগুলি যথাক্রমে বলি রেখা মুখে ত্বককে টানটান করে ও ত্বক মসৃণ করে তোলে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা ত্বক থেকে বাইরের ধুলো ময়লা পরিষ্কার করে। ভিটামিন ই ত্বককে পরিষ্কার করে প্রয়োজনীয় পুষ্টি জোগায়।
ত্বক শুষ্ক হলে ব্যবহার করুন হায়লিউরোনিক অ্যাসিড ফেস সিরাম
ত্বকের জৌলুস বাড়াতে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ। এই সিরামটি শুধু ওপর থেকেই নয় ত্বকের ভিতরে গিয়ে ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতা প্রদান করে। ওপরের ত্বকে আর্দ্রতা জোগানোর ফলে ত্বকের জৌলুস আরও বেড়ে যায়। এবং ত্বকের একেবার ভিতরের স্তরে আর্দ্রতা পৌঁছানোর ফলে বলিরেখা, কালো ছোপ ও ত্বকের অন্যান্য সমস্যার হাত থেকে মুক্তি মেলে।
(ছবি সৌজন্যে: Pexels)