আবহাওয়ার পরিবর্তন শীতকালের আভাস দিচ্ছে। যদিও তাপমাত্রার পারদ সেভাবে এখনও নামেনি। তবে কে জানে যদি ঝপ করে নেমে যায় তাপমাত্রার পারদ! শীতের ঠান্ডা হাওয়া যাতে ত্বকের জৌলুস ম্লান না করে তাই সময় থাকতে ব্যবস্থা নেওয়া ভাল। শীতকালে ত্বকের পরিচর্যার হাজারো ঘরোয়া উপায় রয়েছে। তবে কোনটা ছেড়ে কোনটা বাছবেন এই ধন্দে পড়লে কাজে লাগাতে পারেন এই ময়শ্চারাইরাজার। নিত্যপ্রয়োজনীয় তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন এই ময়শ্চারাইজার। রইল রেসিপি।
এই ময়শ্চারাইজার বানাতে লাগবে গোলাপ জল(rose water),ভিটামিন ই(vitamin E) ক্যাপসুল ও গ্লিসারিন। এই ভাবে বানিয়ে ফেলুন ময়শ্চারাইজার-
উপকরণ
গোলাপ জল- ১ টেবিল চামচ
গ্লিসারিন- ৫০ মিলি
ভিটামিন ই ক্যাপসুল- ১টা
বানানোর বিধি
সবকটি উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। ভাল করে ঝাকিয়ে নিয়ে একটি বোতলে বা কৌটে ভরে রাখুন। এবং প্রয়োজন মতো ব্যবহার করুন।
গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল ও গ্লিসারিন তিনটেই সহজলভ্য। এমনিতে রূপচর্চায় গোলাপ জলের উপকারিতা আমাদের সকলের জানা। মেকআপ দীর্ঘস্থায়ী করতে এবং মেকআপ পরিষ্কার করতে দুটি ক্ষেত্রেই এই গোলাপ জল ভীষণ ভাল কাজ করে। এছাড়া ক্লেনজার হিসেবে, ন্যাচারাল ডিওডরেন্ট হিসেবে, চুল ও ত্বকের বেশ কিছু প্রয়োজনে খুবই উপকারী গোলাপ জল। অন্যদিকে ত্বকে ম্যাজিকের মত কাজ করে ভিটামিন ই। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস আছে, তাই ত্বক পরিষ্কার রাখা, ত্বকের আর্দ্রতা বজায় রাখা, ত্বকে জ্বালা বা চুলকানির সমস্যায় কাজে আসে এই ভিটামিন ই। পাশাপাশি সানবার্ন হলে ত্বকের রক্ষা করা, বলিরেখা কম করা এবং ত্বকের কুচকানো ভাব কমিয়ে আনার ক্ষেত্রে ভিটামিন ই দারুণ কাজ করে। এর ফলে গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল ও ভিটামিন ই মেশালে খুব ভাল কাজ হয়। এই ময়শ্চারাইজার পুরো শীতকাল জুড়ে নিয়মিত ব্যবহার করলে শীতের দাপট যতই বাড়ুক না কেন আপনার ত্বকের লাবণ্য থাকবে অক্ষত ।