জানেন কি চুল ভেজা অবস্থায় এই কাজগুলো করলে কয়েক গুণ বেড়ে যেতে পারে চুল পড়ার সমস্যা? বিউটি এক্সপার্টরা জানিয়েছেন শুকনো চুলের তুলনায় ভেজা চুলের বেশি যত্নের প্রয়োজন। কারণ, জলের সংযোগে এলে চুলের কিছু পরিবর্তন ঘটে। চুলের গোড়া জল শুষে নিয়ে ফুলে ওঠে। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ।তাই চুল ভেজা অবস্থায় এই কাজগুলো যদি আপনি করেন, তা হলে এই অভ্যাসগুলো অবিলম্বে ছাড়তে হবে। যেমন-
ভেজা চুল আঁচড়ে নেওয়া
সত্যি বলতে কি, এই কাজটা এখন অনেকেই আর করেন না। তাই, আপনি যদি এখনও চুল ভেজা অবস্থায় মাথা আঁচড়ান তা হলে এটা ভুল বললে কম বলা হবে। বরং এটা অপরাধ। ভেজা মাথায় চুল আঁচড়ানো মানে চুলের বড় বিপদ ডেকে আনা। এর ফলে চুল পড়া যে শুধু বেড়ে যাবে তাই নয়, বরং দুমুখো চুল, চুলে টান পড়ে গোড়া আলগা হয়ে যাওয়া এবং চুল ছিঁড়ে যাওয়ার মতো নানা সমস্যা হতে পারে।
ভেজা চুলে হেয়ার স্টাইলিংয়ের সরঞ্জাম ব্যবহার করা
এই সরঞ্জামগুলোর ব্যবহারে চুল যতই সুন্দর হয়ে উঠুক না কেন, ক্ষতিগ্রস্ত হয় চুলের স্বাস্থ্য। আর চুল যদি ভেজা থাকে তা হলে তো কথাই নেই। ভেজা চুল মানেই আরও বেশি হিট বা তাপের ব্যবহার আর এখানেই চুলের বিপদ। এমনি, এই সময় গোড়া হাল্কা থাকে চুলের, তার মধ্যে এই পরিমাণ গরমে চুলের পুষ্টি নষ্ট হয়ে যায়। এর ফলে একদিকে যেমন চুল পড়া বেড়ে যায়, তেমনি, অন্যদিকে চুল রুগণ হয়ে জৌলুসহীন হয়ে পড়ে।
চুল জবজবে ভেজা অবস্থায় বেঁধে নেওয়া
এই কথাটা সব সময় মেনে চলা সত্যি সম্ভব নয়৷ কিন্তু চুলের স্বাস্থ্য ভাল রাখতে গেলে এই নিয়ে সাবধান হতে হবে। তাই শাওয়ার থেকে বেরিয়ে প্রথমে চুল টাওয়েল ড্রাই করে নিন। এরপর, হেয়ার ব্লোয়ার ব্যবহার করুন। তবে হিট বা তাপ মিড লেভেলে রাখুন প্রথমেই হাই লেভেলে যাবেন না।
হাওয়ায় ভেজা চুল শুকিয়ে নেওয়া
উপরের বাদ বাকি অভ্যেসের থেকে এই কাজটি তুলনামূলক চুলের ক্ষতি কর কম। তবে এই কাজটাও যথাসম্ভব এড়িয়ে যাওয়া ভাল। হাওয়ার জোর বেশি হলে চুলে জট পাকিয়ে যেতে পারে। আর চুলে জট মানেই চুল পড়ার সমস্যা বেড়ে যাওয়া। এদিকে আবার কাপড়ের তোয়ালে দিয়ে চুল বেশি ডলে ডলে মুছলেও চুলের ক্ষতি। তা সমস্যার সমাধানে মাইক্রোফাইবারের তোয়ালে ব্যবহার করতে পারেন। চুলের বাড়তি জল মুছে চুল স্বাভাবিক ভাবেই শুকিয়ে নিন।
ভেজা চুলে ঘুমোতে যাওয়া
হাল্কা ভেজা ভাব থাকলে তাও একরকম, কিন্তু একেবারে জল সপসপে চুলে ঘুমোতে যাওয়া একদমই চলবে না। বালিশের কথা না হয় ছেড়েই দিলেন, কিন্তু এই কাজে চুলের গোড়ার যে পরিমাণ ক্ষতি হবে তা বলার নয়। এই কাজের ফলে চুল পড়া ও চুল ভঙ্গুর হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ।
ভেজা চুলে হেয়ার স্প্রে ব্যবহার করবেন না
চুলের স্টাইলিংয়ের শেষে হেয়ারস্প্রে ব্যবহার করা হয়। তাই ভেজা চুলে হেয়ার স্প্রে করলে কোনও লাভই হয় না। কারণ, চুল ভেজা অবস্থায় এক রকম থাকে, আবার শুকিয়ে গেলে অন্যরকম হয়ে যায়। তাই ভেজা অবস্থায় চুলে স্প্রে করে কোনও লাভই হবে না। উল্টে বরং চুল শুকোতে আরও দেরি হতে পারে এবং ক্ষতি হতে পারে ।