নিত্যদিনের হালকা মেকআপ কিংবা কোনও বিশেষ অনুষ্ঠানের জন্য নিজেকে সাজিয়ে তোলা, গরমকালে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী করুণ এইভাবে।
প্রাইমার দিয়ে শুরু করুন
ভালো মেকআপ পেতে ভালো বেস দরকার। তাই আপনার ত্বকের ধরণ অনুযায়ী প্রাইমার লাগিয়ে নিন। ভালো হয় যদি সানস্ক্রিন যুক্ত প্রাইমার ব্যবহার করেন। প্রাইমার আপনার মেকআপকে দীর্ঘস্থায়ী করবে। প্রাইমারের কারণে ঘাম কম হবে এবং ত্বক বেশ উজ্জ্বল দেখাবে।ত্বক যাতে বেশি শুষ্ক না হয়ে যায় তাই আপনার রোজ ব্যবহারের ময়শ্চারাইজার অল্প পরিমানে প্রাইমারের সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন।
ওয়াটারপ্রুফ মেক আপ ব্যবহার করুণ
গরমকালে ঘামে যাতে মেকআপ নষ্ট হয়ে না যায় তার জন্য ওয়াটারপ্রুফ মেকআপ সামগ্রী বাছুন।
চোখের মেকআপ
চোখের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার ও মেকআপ বাছুন। তবে গরমকালে আইশ্যাডো না লাগানোই ভালো। রাতের অনুষ্ঠানে চোখের মেকআপে যদি আইশ্যাডো লাগাতেই হয় তাহলে ক্রিম কালার আইশ্যাডো ব্যবহার করুন। কারণ পাউডার আইশ্যাডো ঘামের সঙ্গে অল্পতেই নষ্ট হয়ে যাবে।
গরমকালে হেভি মেকআপ না করাই ভাল
গরমকালে হেভি মেকআপ যথাসম্ভব এড়িয়ে চলাই ভাল। হেভি মেক আপে ঘামবেন বেশি। আর এর ফলে পুরো সাজটাই মাটি হয়ে যাবে।
আপনার ত্বকের রঙ অনুযায়ী বেস কালার বাছুন। গরমকালে ত্বক একটুতেই তেলতেলে হয়ে যায় তাই অয়েল কন্ট্রোল প্রোডাক্ট ব্যবহার করুন। এই সামগ্রী অতিরিক্ত তেলের নিঃসরণ নিয়ন্ত্রণে রাখবে।
পাউডার ব্লাশের বদলে ক্রিম ব্লাশ ব্যবহার করুন
পাউডার ব্লাশের তুলনায় ক্রিম ব্লাশে মেকআপ লুক ভালো দেখায় এবং ক্রিম ব্লাশ দীর্ঘক্ষণ ত্বকে থাকে। পাশাপাশি মেকআপ করতে বেশ সময় লাগে সেই সময় ত্বক ঘেমে গেলেও এই ব্লাশ লাগানো অনেক সহজ। আঙুলের ডগা দিয়ে ক্রিম ব্লাশার লাগাবেন।
হাই এসপিএফ আছে তেমন সানস্ক্রিন লাগান
গরমকালে সূর্যের চোখ রাঙানো থেকে নিস্তার নেই। তাই বাড়ির বাইরে বেরোলে সান বার্ন এবং সান ট্যান হবেই। তাই বাড়ি থেকে বেরোনোর অন্তত আধ ঘন্টা আগে তিরিশের ওপরে এসপিএফ যুক্ত সানস্ক্রিন লাগিয়ে নিন।
সানস্ক্রিন লাগানোর পর ত্বক তেলে তেলে হয়ে যায় তাই বাড়ি থেকে বেরোনোর আগে ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন অবশ্যই লাগিয়ে নিন।
(ছবি সৌ:Unsplash)