কলকাতা: সুন্দর, উজ্জ্বল, দাগহীন ত্বক (Skin) পেতে কার না মন চায় বলুন তো? আর সেই চাওয়ায় কোনও ভুলও নেই। তবে সুন্দর ত্বক পাওয়ার জন্য বিশেষ যত্নও করতে হয়। না হলে ত্বকের সমস্যা দিনের পর দিন বাড়তে পারে। মুখে দাগছোপ ভরে যেতে পারে। কিন্তু কী ভাবে যত্ন নেবেন? পার্লরে গিয়ে কি প্রচুর টাকা খরচ করার দরকার নাকি বাড়িতে সামান্য যত্ন নিলেই ত্বকের জেল্লা ফিরে আসে? চিন্তা নেই! আপনার রান্নাঘরে সহজলভ্য এই জিনিসগুলি মুখে উজ্জ্বলতা আনতে ও ত্বকের নানা সমস্যা মেটাতে সাহায্য করবে। জেনে নিন কী কী ব্যবহার করবেন।
হলুদ এবং কাঁচা দুধের প্যাক- একটি পাত্রে এক চিমটি হলুদ গুঁড়ো নিন। হলুদে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। হলুদ ও দুধের পেস্ট ২০ মিনিট রাখার পর হালকা আঙুল দিয়ে ম্যাসাজ করে নিন। প্তাহে দুবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বকে দারুণ উজ্জ্বলতা আসে।
দই এবং বেসন- একটি পাত্রে এক চামচ টক দই নিন। দইয়ে এক চামচ বেসন মিশিয়ে দিন। উভয় জিনিসই ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে পরিষ্কার জল দিয়ে মুছে ফেলুন। চাইলে আপনি এই ফেসপ্যাকের সঙ্হে সামান্য লেবুর রসও যোগ করতে পারেন। সপ্তাহে এক বা দুবার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকে সুন্দর আভা আসে।
টমেটো এবং মধু- স্বচ্ছ কাচের মতো চকচকে ত্বকের জন্য আপনি টমেটোও ব্যবহার করতে পারেন। এতে উপস্থিত লাইকোপিন ত্বকের খেয়াল রাখে। প্রথমে একটি পাত্রে ২ চামচ মধু নিন। এতে টমেটোর রস যোগ করুন। দশ মিনিট পর এই পেস্টটি সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে মুখে উজ্জ্বলতা আসে।
আরও পড়ুন:উত্তরকাশীতে ঘুরতে গেলে এই সব জায়গায় যেতে ভুলবেন না
হলুদ এবং বেসন- একটি পাত্রে ২ চামচ বেসন, এক চিমটি হলুদ, এক চামচ গোলাপ জল এবং কিছু কাঁচা দুধ মিশিয়ে নিন। এই সব জিনিস মিশিয়ে ঘাড়ে ও মুখে লাগান। এই ফেসপ্যাক ত্বকের ছিদ্র পরিষ্কার করে। এতে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখায়। ত্বকে জমে থাকা ট্যানও ভ্যানিশ হয়ে যায়।
লাল মসুর ডাল- মুখের জন্য মসুর ডালের পেস্টও ব্যবহার করতে পারেন। মসুর ডাল সারারাত দুধে ভিজিয়ে রাখুন। পরের দিন পিষে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ত্বকে লাগানোর পর জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।