করোনার একঘেয়েমি, কাজের চাপ, টক্সিক বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন, কেমন যেন দমবন্ধ হয়ে আসছে আপনার! করোনা অতিমারির আতঙ্ক এমন ভাবে আমাদের জীবনে জাঁকিয়ে বসেছে যে আজকাল অল্পেই ধৈর্যচ্যুতি হচ্ছে। থেকে থেকেই মনে হয় জীবনের সব খারাপ লাগাগুলোকে ‘কন্ট্রোল অল সিলেক্ট করে ডিলিট বাটনটা প্রেস’ করা গেলে কী ভালই না হত। কিন্তু যা সম্ভব নয় তা ভেবে লাভ কী? বরং এই একঘেয়েমি থেকে ছোট্ট একটা ব্রেক নিন। একাই বেরিয়ে পড়ুন। ঘুরে আসুন যেদিকে চায় মন। তবেএকা ঘুরতে গেলে এই বিষয়গুলি নিয়ে অবশ্যই সতর্ক থাকুন-
ব্যাগের সংখ্যা ও ওজন নিয়ে
এই একটা ভুল আমরা সবাই করে থাকি। বেড়াতে বেড়িয়ে বাড়তি অনেক কিছু সঙ্গে নিয়ে ফেলি যা পরে আর ব্যবহার হয় না। সোলো ট্রিপ মানেই, যাবতীয় জিনিসপত্রের দায়িত্ব আপনার একার। তাই একটা ব্যাকপ্যাক, খুব বেশি হলে সঙ্গে একটা হ্যান্ডব্যাগ, ব্যাস। এর বেশি হলেই সমস্যা। ভারী ব্যাগ বা সুটকেস মানেই আপনার গতি কমে যাওয়া।
পুরোদস্তুর তৈরি না হয়ে বেরোবেন না
বেড়াতে বেরোলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। হাল্কা ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরী। যেখানে বেড়াতে যাবেন সেখানকার আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশের কেমন জেনে নিন। সেইমতো ব্যাগ গুছিয়ে নিন। অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ওষুধপত্র, ব্যান্ডেজ, ডিসইনফেকটেন্ট ও অন্যান্য জিনিসপত্র সঙ্গে রাখুন। ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র গুছিয়ে রাখুন। এগুলোর প্রত্যেকটির এক সেট ফোটোকপি করে ব্যাগের ওপরের খাপে রাখুন। আসল কাগজপত্র প্রয়োজন ছাড়া ব্যাগ থেকে বার না করে বরং এগুলো ব্যবহার করুন। ছবি তুলে ফোনে সেভ করে রাখুন।
ঘুরতে বেড়িয়ে স্থানীয়দের এড়িয়ে যাবেন না
বেড়াতে বেড়িয়ে স্থানীয়দের সঙ্গে অল্প বিস্তর কথাবার্তা বলা যেতেই পারে। এতে আপনারই সুবিধে হবে নতুন জায়গার ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে অনেক তথ্য পাবেন। তাঁরা আপনার থেকে ওই জায়গার ব্যাপারে অনেক বেশি জানবেন। এবং এর ফলে আপনারও ঘুরতে সুবিধে হবে। প্রয়োজনে তাঁদের সঙ্গে নিতে পারেন। তবে সতর্ক থাকতে হবে যাঁর ওপর বিশ্বাস করছেন সে আদৌ ভরসাযোগ্য কিনা । তাই একেবারে মন খুলে গল্প করতে বসবেন না।
অনলাইন মানির ওপর পুরোপুরি নির্ভর থাকবেন না
সোলো ট্রিপের বাজেট অনেক হিসেবনিকেশ কষেই ঠিক করেছেন। যেখানে যা প্রয়োজন তা সঙ্গেই রেখেছেন। কিন্তু এটাই যথেষ্ট নয়, তা আপনার ডেবিট, ক্রেটিড কার্ড যতই সঙ্গে থাকুক। বেড়াতে বেরোলে, বিশেষ করে একা থাকলে সঙ্গে বাড়তি ক্যাশ রাখা ভীষণ জরুরী। কখন, কোথায়, কীভাবে প্রয়োজন পড়বে তা আগে থেকে আন্দার করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার মুশকিল আসান করবে এই বাড়তি ক্যাশ ।
মনকে বাধা দেবেন না
একা ঘুরতে যাওয়ার সব থেকে ভাল দিক হল আপনি নিজের ইচ্ছেমতো ঘুরতে যেতে পারবেন। যে পরিকল্পনা করে বাড়ি থেকে বেড়িয়েছিলেন, মন চাইলে তাতে আমূল পরিবর্তন করে ঘুরে আসতে পারেন অন্য কোনও জায়গায়।
নিজের সুরক্ষা নিয়ে আপোস করবেন না
পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বেড়ানোর এই একটা সুবিধে আছে। নিজের সুরক্ষা নিয়ে ভাবতে হয় না। তাই একা ঘুরতে যাওয়া মানে এই সুরক্ষা নিয়ে বাড়তি সতর্ক থাকার প্রয়োজন। কোনও সমস্যা হলে আপনার ইনস্টিনক্টের কথা শুনুন। ঘুরতে গিয়ে মাদক দ্রব্যের সেবন না করাই ভাল। যদি একান্তই করেন তাহলে তা যেন মাত্রাতিরিক্ত না হয় সেই খেয়াল রাখুন। কারণ কোনও কারণে বেশি নেশা হয়ে গেলে বিপদে পড়বেন।
আর এগুলোর পাশাপাশি করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলুন। মাস্ক, স্যানিটাইজার, পকেট স্যানিটাইজার ও ডিসইনফেকটেন্ট ওয়াইপস সঙ্গে রাখুন। আপনার যাত্রা মঙ্গলময় হোক। ফেরার পথে দেখবেন নিজেকে বড্ড হাল্কা মনে হচ্ছে। হবেই তো দৈনন্দিন জীবনের যে দুশ্চিন্তা ও ভাবনাগুলোকে বাক্সবন্দি করে সঙ্গে নিয়ে বেড়িয়েছেন। কবেই খোলা আকাশে উবে গেছে সবকিছু!