ঘুরতে আর ঘুমাতে ভালোবাসেন এরকম মানুষ বোধহয় মেলা ডিস্কোর। কিন্তু ভ্রমণ পিপাসু আবার একই সঙ্গে ঘুমপ্রেমী এরকম মানুষ বেশ কম। কিন্তু ঘুমোনোর জন্য উপযোগী ভ্রমণ স্থানের কমতি নেই ভারতে। এই প্রজন্মের জন্য যা ‘স্লিপ ট্যুরিজম’ নাম খ্যাত। তবে এই ধরণের পর্যটকদের চল আমাদের দেশে খুব কম. কারণ ঘুরতে গিয়ে কে চাইবে সারাদিন ঘুমাই! এদিকে আবার কাজের চাপে অনিদ্রাজনিত সমস্যা, মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকেই হাওয়া বদলের করে থাকেন। সেক্ষেত্রে স্লিপ ট্যুরিজম তাঁদের জন্যই। সাধারণ ঘুরতে যাওয়ার জায়গা থেকে তা বেশ খানিকটা আলাদা। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু জায়গা যা বেড়াতে গিয়ে ঘুমোনোর জন্য বেশ উপযোগী।
ডুয়ার্স: বাঙালির সেই চেনা ‘শৈশবের দার্জিলিং’ যদি বাদ দিতেও হয়, দিতে পারেন। কিন্তু উত্তরবঙ্গের ডুয়ার্স সব সময়েই নিরিবিলি, শান্ত। সেখানকার চা বাগানের মনোরম পরিবেশ ঘুমোনোর জন্য আদর্শ জায়গা হতেই পারে। দু’এক দিন হাতে নিয়ে চাইলেই বেরিয়ে পড়া যায়। সেক্ষেত্রে পকেটের কথা খুব একটা চিন্তা করতে হয় না।
আরও পড়ুন: কলকাতাতেই অবস্থিত বাংলার গ্রান্ড ক্যানিয়ন! না জানলে চরম মিস
নাকো: হিমাচল প্রদেশের কিন্নর জেলার ছোট্ট একটি গ্রাম হল নাকো। বৌদ্ধ মন্দির এবং পবিত্র লেক এই গ্রামের মূল আকর্ষণ।
আলেপ্পি: আলেপ্পির ‘ব্যাক ওয়াটার’কে বলা হয় প্রাচ্যের ভেনিস। এখানকার স্বচ্ছ জল এবং নিরিবিলি পরিবেশ ছুটি কাটানোর জন্য একেবারে আদর্শ।
চেরাপুঞ্জি: চেরাপুঞ্জির মূল আকর্ষণ হল এখানকার আবহাওয়া। মেঘালয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গার। পাহাড়, জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে আনবে প্রশান্তির ছায়া।