একেই শীতের শুষ্ক আবহাওয়া সঙ্গে দোসর মাঝেমধ্যেই বৃষ্টি, এই দুইয়ের অত্যাচারে ত্বকের আর রেহাই নেই। এদিকে নানান ব্যস্ততায় ত্বকের পরিচর্যা ঠিকমতো হচ্ছে না। তাই রাতারাতি ক্লান্ত ও জৌলুসহীন ত্বককে সুন্দর ও সতেজ করে তুলতে রইল এই ঘরোয়া টোটকা। দেখে নিন-
নারকেলের ব্যবহারে ফিরিয়ে আনুন ত্বকের তারুণ্য
নারকেল তেলের অ্যান্টি ব্যাক্টেরিয়াল কার্যকারিতা রয়েছে। এবং প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে এর জুড়ি মেলা ভাল। তাই নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন এই প্যাক। ১ টেবিল চামচ নারকেল তেল গরম করে নিন। এবার এতে কয়েক ফোঁটা পিপারমিন্ট তেল মিশিয়ে নিন। এবার এই তেলের মিশ্রণ মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করুন। এবার পরের দিন সকালে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণ সপ্তাহে দুবার ব্যবহার করুন।
ত্বক দাগছোপ মু্ক্ত করুন আমন্ড অয়েল দিয়ে
শুধু ত্বকের প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়া নয় বরং ত্বক উজ্জ্বল করতেও এই আমন্ড অয়েল দারুণ উপকারী। এতে ভিটামিন ই, এ ও বি রয়েছে। তাই আমন্ড অয়েল দিয়ে পরিচর্যা করুন এই ভাবে। একটি পাত্রে অ্যাভোকাডো পাল্প চটকে নিন। এবার এতে অল্প মধু ও ১ টেবিল চামচ আমন্ড অয়েল মেশান। এবার এটা মুখে মেখে নিন। এবং এটাকে গোটা রাত মুখে রেখে নিন।এবার ঘুম থেকে ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। প্রত্যেক দুসপ্তাহে এই প্যাক ব্যবহার করুন। ত্বকের পরিবর্তন নজরকাড়বে সবার।
গোলাপ জলের ছোঁয়া সজিব ও সুন্দর করে তুলুন ত্বক
ত্বকে ট্যানের সমস্যা কিংবা জোলুসহীন ত্বক। সব সমস্যার সমাধান সহজেই করতে পারে গোলাপ জল। ন্যাচারাল ক্লেন্ডার হিসেবে ভীষণ ভাল কাজ করে গোলাপ জল। ত্বকের পরিচর্যায় বানিয়ে ফেলুন গোলাপ জলের এই প্যাক। একটি পাত্রে ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ো ও হলুদ গুঁড়ো মেশান। এবার এতে ১ টেবিল চামচ গোলাপ জল দিন এবং ভাল করে মেশান। এটা ভাল করে মুখে মেখে নিন। এবং শুতে চলে যান। এবার সকালে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পরিচর্যা অন্তত সপ্তাহে দুবার করুন ভাল ফল পাবেন।