মনে হচ্ছে ত্বকের বয়স বাড়ছে? উদ্বিগ্ন হবেন না। একটা দুটো বলিরেখা কিংবা ত্বকের সামান্য কুচকানোর ফলে অকারণে হতাশ না হয়ে বরং ত্বকের নিয়মিত রূপচর্যায় কিছু বদল আনুন। বয়স বাড়লে তার ছাপ পড়বে মুখেও। তবে রূপচর্চায় নিঃসন্দেহে এমন কিছু উপকরণ আছে যা দিয়ে ত্বকের বয়স বাড়ার গতি কিছুটা হলেও কমানো যায়। আপনার নিয়মিত ত্বক পরিচর্যায় যে উপকরণগুলির ব্যবহারে এই কাজ করা সম্ভব সেগুলি কী কী দেখে নিন-
হায়ালিউরোনিক অ্যাসিড (Hyaluronic Acid)- আমাদের ত্বকে এক ধরনের পদার্থ থাকে যা বয়স বাড়ার সঙ্গে কমতে থাকে। এই হায়ালিউরোনিক অ্যাসিড ত্বকের হাইড্রেশন লেভেল বাড়িয়ে তোলে। এর ফলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। আর্দ্রতা বজায় থাকবে শুষ্ক লাগবে না। এবং ত্বক টান টান থাকবে, লাবণ্য ফিরে আসবে।
ভিটামিন ই (Vitamin E)- ত্বকের জৌলুস নিমিষে বাড়িয়ে তোলে এই ভিটামিন ই। এতে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর ফলে রোদে পোড়ার ফলে ত্বকের অকালে বুড়িয়ে যাওয়ার আটকাতে ভিটামিন ই ভীষণ কার্যকরী।
রেটিনল (Retinol)- এক ধরনের ভিটামিন এ এই রেটিনল ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে। এই কোলাজেন বৃদ্ধির ফলে বলি রেখা,চামড়ার কুচকানো ভাব অনেকটাই কমে যায়।
পার্সলেনের নির্যাস (Purslane extract)- এই ভেষজ গাছে কী আছে আর কী নেই! এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ওমেগা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট। এর ফলে এর অ্যান্টি ইনফ্লেমেটারি উপকারিতা রয়েছে। এই উপাদানের ফলে ত্বকের আদ্রতা কয়েকগুন বাড়িয়ে তুলতে পারে পার্সলেন। এমনকি বয়সের সঙ্গে কোষের যে পরিবর্তন ঘটে সেটাও প্রতিরোধ করতে সক্ষম এই পার্সলেন।
ক্যাফেন (Caffeine)- স্কিন এক্সফোলিয়েটার হিসেবে দারুন কাজ করে ক্যাফেন। মৃত কোষ সরিয়ে ত্বকে সতেজ ও মসৃণ করে তোলে। বিশেষ করে আইক্রিমের উপাদান হিসেবে ক্যাফেন থাকলে তা চোখের চামড়া টান টান করে।
ম্যাচা টি (Matcha Tea)- ন্যাচারাল ক্সিন ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে জাপানে রূপচর্চায় খুবই জনপ্রিয় উপকরণ এই ম্যাচা টি। এতে ভিটামিন এ, সি ই, কে এবং বি কমপ্লেক্স রয়েছে। এর ফলে ত্বকের বুড়িয়ে যাওয়া আটকে রাখে এই ম্যাচা টি। আবার ত্বকে বিভিন্ন কারণে জ্বালা যন্ত্রণা হলে তা থেকেও সহজেই মুক্তি দেয়।
ছবি সৌজন্য: Unsplash