সদ্য চল্লিশে পা দিয়েছেন তাই বলে ভুলে যাবেন না ‘ফর্টি ইজ দ্য নিউ টুয়েন্টি’। বয়স বাড়ছে বাড়ুক ত্বকের ওপর যেন তার ছাপ না পড়ে। এটা ঠিক, বয়স বাড়লে সেই প্রভাব শরীর ও ত্বকের ওপর পড়তে বাধ্য। তবে সময় থাকতে ত্বকের পরিচর্যায় একটু সচেতন হলেই দীর্ঘদিন ধরে রাখা যাবে ত্বকের লাবণ্য। এর জন্য ত্বকের পরিচর্যায় একট রুটিন তৈরি করতে হবে। এই নিয়মাবলি কোন কোন বিষয় রাখবেন যাতে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে তা দেখে নিন-
নিত্যদিনের রূপচর্চায় এই সস বিষয়গুলো মেনে চললে চল্লিশের কোঠায় পৌঁছে কুড়ির লাবণ্য ধরে রাখতে পারবেন।
(ছবি সৌ: Unsplash)