শীতকাল মানেই রুক্ষ ত্বক ও চুল। তাই এই সময় ত্বক ও চুলের সঠিক পরিচর্যায় রাখতে হবে বাড়তি ময়শ্চারাইজার। তবে শুধু ময়শ্চারাইজারের বাড়তি চাহিদা মেটালেই হবে না। বরং নিত্যদিনের পরিচর্যা থেকে বাদ দিতে হবে বেশ কিছু এমন সামগ্রী যার ব্যবহারে দ্রুত আর্দ্রতা হারায় ত্বক ও চুল। যেমন-
সুগন্ধী সামগ্রী (fragrance)
অধিকাংশ মানুষই সুগন্ধযুক্ত ক্রিম বা বডি লোশন মাখতে পছন্দ করে। গ্রীষ্মকালে বা বর্ষাকালের জন্য এই সব প্রসাধনী খুব কাজের হলেও শীতকাল কিন্তু ত্বকের ক্ষতি করতে পারে। কারণ, আর্টিফিসিয়াল সুগন্ধী বা সিন্থেটিক ফ্রাগন্যান্স ব্যবহার করা হয়। এর ব্যবহারে আর্দ্রতা হারায় ত্বক। বিশেষ করে যাদের শুষ্ক ত্বক, তাদের এমনিতেই শীতকালে সমস্যায় পড়তে হয়। তাই শীতকালে সুগন্ধযুক্ত প্রসাধনের বদলে এমন সামগ্রী বাছুন যাতে ন্যাচারাল অয়েল আছে। ভাল থাকবে ত্বক।
অ্যাস্ট্রিনজেন্ট (astringent)
শীত যত দিন রয়েছে, ততদিন অ্যাস্ট্রিনজেন্টের দিকে ভুলেও হাত বাড়াবেন না। সাধারণত অধিকাংশ অ্যাস্ট্রিনজেন্ট হয় অ্যালোকহল বেসড । তাই যখন বাতাসে আর্দ্রতার অভাব প্রভাব ফেলছে ত্বকে ও চুলে তখন অ্যাস্ট্রিনজেন্টের ব্যবহার যে ত্বকের বিপদ বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
সাবান ( soap bar)
মাসের শুরুতেই বেছে বেছে শীতকালের জন্য সুগন্ধযুক্ত সাবান কিনেছেন। লেবেল বলছে রয়েছে পর্যাপ্ত আর্দ্রতা জোগানের সামগ্রীও। তবে এই সবে ভুলবেন না। অধিকাংশ সাবানেই বেশ কিছু এমন উপকরণ থাকে যা ত্বক রুক্ষ ও শুষ্ক করে তোলে। বরং বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে লেবেল দেখে নিন ন্যাচারাল অয়েল যুক্ত উপকরণ আছে এমন জিনিস বাছুন।
পেট্রোলেটাম (petrolatum)
শীতকালে চোখ বন্ধ করে পেট্রোলিয়াম জেলি যু্ক্ত সামগ্রীর উপর ভরসা করবেন না। এতেও সমস্যা রয়েছে। কারণ, পেট্রোলিয়াম যু্ক্ত সামগ্রী ত্বকে যেমন আর্দ্রতা জোগায় তেমনি আবার ত্বকে ধুলোময়লা আটকে রাখে। এর ফলে উইন্টার অ্যাকনের সমস্যা হতে পারে। কারণ ত্বকের উপরে ধুলোময়লা জমে এমন পরত পরে যায় যে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়।
ব্লিচ (bleach)
শীতকালে যথাসম্ভব হেয়ার কালার এড়িয়ে চলুন। শীতের এই কটা মাস এমনিতেই চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। আর এর মধ্যে যদি মাথায় রঙ করা হয় তা হলে বলার প্রয়োজন রাখে না যে, বিপদ আরও বাড়বে। তাই হেয়ার কালার, ব্লিচ করা বা কড়া রাসায়নিক যুক্ত সামগ্রী ব্যবহার না করাই ভাল।
ক্রিসমাস ও নিউ ইয়ার পার্টির হইহুল্লোড়ের মধ্যে ত্বক ও চুলের যত্ন নিতে ভুলবেন না। না হলে নতুন বছেরর নতুন লুক তো একেবারে মাটি হয়ে যাবে।
(ছবি সৌজন্য: Instagram@ananyapanday)