আজ আর্থ আওয়ার ডে। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির প্রয়াসেই এই দিনটি উদযাপিত করা হয়। প্রত্যেক বছর মার্চ মাসের শেষ শনিবার পালিত হয় এই বিশেষ দিনটি। এ দিন বিশ্বের বিখ্যাত স্থাপনাসহ বহু মানুষের বাড়িতে প্রায় ঘন্টাখানেক আলো নিভিয়ে রাখা হয়। গত ২০০৭ সালে, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার(World Wide Fund for Nature) বা ডব্লু ডব্লু এফের (WWF) উদ্যোগে বিশ্বজুড়ে পালন করা শুরু হয় এই আর্থ আওয়ার ডে। এ বছর এই আর্থ আওয়ার পড়েছে ২৬শে মার্চ। আজ রাত ৮.৩০টা থেকে রাত ৯.৩০টা পর্যন্ত বিশ্বজুড়ে বিদ্যুৎয়ের খরচ বাঁচাতে ঘন্টাখানেক বন্ধ রাখা হবে বিদ্যুৎয়ের ব্যবহার। এর ফলে প্রচুর পরিমানে কার্বন ফুটপ্রিন্ট কমানো যাবে এবং শক্তির সঞ্চয় সম্ভব হবে বলেই এই কাজ।
এই দিনটির প্রধান লক্ষ্য হল বিশ্বজুড়ে যে প্রচুর পরিমানে প্রত্যেকদিন বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তা সঞ্চয় করা এবং প্রকৃতি রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
আর্থ আওয়ার ডে-র অফিশিয়াল ওয়েয়বসাইটে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে এই মহৎ কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বিশ্বের নেতাদের কাছে এই আর্থ আওয়ার নিয়ে এবং জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির রক্ষা নিয়ে দ্রুত কোনও উল্লেখ্যযোগ্য পদক্ষেপ নেওয়ার আগ্রহ জানানো হয়েছে। কোভিডকালে এটা একান্ত প্রয়োজনীয় কারণ একদিকে পরিবেশের ক্ষয়ক্ষতি আবার অন্যদিকে করোনা অতিমারির মতো সংক্রামক রোগের বাড় বাড়ন্ত, এরই মধ্যে এই আর্থ আওয়ার বহু প্রকৃতি প্রেমদের ভার্চুয়ালি একত্রিত হয়ে পরিবেশ রক্ষা নিয়ে কথা বলার সুযোগ করে দেবে বলে জানানো হয়েছে।
প্রথমে এই আর্থ আওয়ার ডে শুধুমাত্র সিডনিতে সমস্ত আলো বন্ধ করে উদযাপন করা হত। তবে ক্রমশ এই নিয়ে সচেতনতা তৈরি হওয়ায় এখন বিশ্বের প্রায় ১৮০টি দেশ সহ বেশ কিছু রাজ্যাংশের মানুষজন তাদের বাড়ির আলো প্রায় ১ ঘন্টা নিভিয়ে রাখেন এই বিশেষ দিনটির প্রতি তাদের সম্ভ্রম ও শ্রদ্ধা দেখায়।
এই ঘন্টাখানেক বিদ্যুৎতের ব্যবহার বন্ধ থাকায় কার্বন ফুটপ্রিন্ট কমানোর পাশাপাশি শক্তিরও সঞ্চয় হয়। এর আগের বছর বিশ্বের জনপ্রিয় ও বিখ্যাত স্থাপত্য যেমন আইফেল টাওয়ার, টোকিও স্কাইট্রি, হংকংয়ের ভিক্টোরিয়া হার্বার, বার্লিনে ব্র্যান্ডেনবার্গের গেট ও ভ্যাটিকেন সিটিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা ও রোমের কোলোজিয়ামে আর্থ আওয়ারের সমর্থনে আলো নিভিয়ে রাখা হয়।
(ছবি সৌ:Unsplash)