বেশ কয়েকদিন ধরেই ভাবছেন বাড়িতে নতুন পর্দা লাগাবেন। কিন্তু পর্দার প্যাটার্ন নিয়ে মনস্থির করতে পারছেন না। কুছ পরোয়া নেই, আপনার কাজ সহজ করতে রইল আপনার বাড়ির সঙ্গে মানানসই পর্দা বাছাইয়ের বেশ কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপ।
১. গৃহসজ্জার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানানসই পর্দা দিয়ে ঘর সাজানো। কেনার সময় প্রথমেই মাথায় রাখতে হবে ঘরের দেওয়ালগুলির রং ও পর্দার রং যেন এক না হয়। পর্দার কাপড় বাছাইয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন কোনওমতে সূর্যের আলো ঘরে ঢুকতে বাধা সৃ্ষ্টি না করে। আর বাজেট অল্প থাকলে প্রয়োজন বাড়তি সতর্কতা অবলম্বনের।
২. আপনার ঘরের অন্দরসজ্জা কীরকম তা মাথায় রেখেই পর্দার কাপড় বেছে নিন। বাজারে নানা ধরনের কাপড় পাবেন৷ যেমন, ভেলভেটের পর্দা, সুতির পর্দা, হাল্কা ব্রোকেডের কাজ করা পর্দা। আপনার বাড়ির যদি সাবেকি ভাবে সাজানো থাকে সেক্ষেত্রে আপনি ভেলভেটের পর্দা নিতে পারেন। তবে হাল ফ্যাশনের মিনিম্যালিস্ট থিমের বাড়ি হলে হাল্কা রঙের ও ফেব্রিকের কাপড় বেছে নিন।
৩. পর্দার রঙের ক্ষেত্রে মাথায় রাখবেন আপনার বাড়ির দেওয়ালের সঙ্গে যেন সুন্দর ভাবে কন্ট্র্যাস্ট করা যায়। তবে আপনার ঘরকে আরও প্রাণবন্ত করে তুলতে কালার ব্লকিং কনসেপ্টে ঘরে দেওয়াল ও আসবাবপত্রে সঙ্গে মিলিয়ে পর্দা কিনতে পারেন।
৪. ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসগুলি গাঢ় রঙের হলে আপনি প্রিন্টেড পর্দার কাপড় বেছে নিন।
৫. পর্দার সঙ্গে মানাসই কাপড়ে ঝালর লাগিয়ে আরও সুন্দর করে তুলতে পারেন। অনেক সময় জানালার জন্য ব্যবহৃত ফ্রিল ফেব্রিক কাপড় দিয়ে পর্দা সাজিয়ে নিতে পারেন।
৬. নতুন পর্দা ঘরে লাগাতে চাইছেন, অথচ চাইছেন না যে তা খুব একটা প্রকট হোক। না হলে আপনার ঘরের সাজসজ্জায় ভেস্তে যাবে ভাবছেন? তা হলে নিউট্রাল কালারের পর্দা বেছে নিন। এমন ধরনের পর্দা বাছুন যা খুবই হাল্কা ডিজাইনের। সেক্ষেত্রে সেমি শিয়ার প্যাটার্নের পর্দা ব্যবহার করুন। একদিকে ঘরে লুকও বজায় থাকবে অন্যদিকে আবার নতুন পর্দা বাড়িয়ে তুলবে ঘরের সৌন্দর্য।