আধুনিক জীবনযাপনের স্ট্রেস, ক্লান্তি ও অনিদ্রার সমস্য সঙ্গে পরিবেশ দূষণ এই সব কিছুর প্রভাব পড়ে আমাদের ত্বকে। ফলে মুখে ব্রণ ও দাগ ছোপের সমস্যা। তার ওপর হরমোনের সমস্যা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাব ও ত্বকের সঠিক পরিচর্যার অভাব দিন দিন আরও গম্ভীর হচ্ছে এই সমস্যা। এদিকে অনিয়মিত জীবনযাপনের ফলে মেলানিন নামক স্কিন পিগমেন্টের উত্পাদন বেড়ে গিয়ে ত্বকে কালো ছোপ ফেলে। সময় থাকতে ব্যবস্থা না নিলে বলা বাহুল্য এই দাগ ছোপ দীর্ঘস্থায়ী হয়ে মুখের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।
এ ক্ষেত্রে ত্বকের এই সব সমস্যা থেকে অনেকটা রেহাই দিতে পারে প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরোয়া টোটকা। চারটে প্রাকৃতিক উপকরণের তৈরি এ রকমই ফেস প্যাকের কথা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন বিউটি ইনফ্লুয়েনসার আশনা কপুর।
এই ফেস প্যাক তৈরি করতে লাগবে-
কীভাবে বানাবেন এই ফেসপ্যাক
সবকটি উপকরণ মিক্সিতে ভাল করে পিষে নিন। ব্যাস ফেস প্যাক তৈরি।
এবার এই ফেস প্যাক মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিন। ফেস প্যাক অন্তত ২০ থেকে ২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন কিংবা প্যাক শুকিয়ে গেলেই মুখ ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই ফেস প্যাকের উপকারিতা
টোম্যাটো ন্যাচারাল ক্লেনজার হিসেবে বেশ কার্যকরী। ত্বকের থেকে বর্জ্য পদার্থ ও ফ্রি রেডিক্যাল পরিষ্কার করে এবং ত্বক উজ্জ্বল করে তোলে।
এদিকে বেসন ত্বকের বাড়তে তেল শুষে নেয়, বর্জ্য পদার্থ মুক্ত করে, স্কিন ট্যান, ব্রণর সমস্যা ও কালো দাগ ছোপ মুক্ত করে। এছাড়াও ত্বকের স্বাস্থ্য ভাল করে এবং ত্বক টানটান রাখে।
এদিকে অ্যালোভেরা জেল ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা জোগায় এবং সান ট্যান, দাগ ছোপ এমনকি ব্রণ সেরে যাওয়ার ফলে যে ক্ষত স্থান তৈরি হয় তা পরিষ্কার করতে খুবই কার্যকরী। এর পাশাপাশি ত্বকের অন্যতম প্রোটিন কোলাজেনের উত্পাদন বাড়িয়ে তোলে।
একইভাবে গ্রিন টি ত্বকে আর্দ্রতা জোগায় এবং ত্বক এক্সফোলিয়েট করে। ব্রণর সমস্যা কম করে ও ত্বকের জ্বালা ভাব কম করে। ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
তাই ভাল ফল পেতে এই ফেস প্যাক সপ্তাহে অন্তত দু’বার ব্যবহার করুন। তবে প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করতে ভুলবেন না।
(ছবি সৌ: Unsplash)