ঋতু পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের শরীর, ত্বক ও চুলের ওপর। তাই যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকালে পোশাকের পরিবর্তন করি আমরা তেমনি শীতকালে ত্বক ভাল রাখতে নিত্যদিনের রূপচর্চায় বেশ কিছু বদলের প্রয়োজন। শীতকাল মানেই তাপমাত্রার পারদ নেমে চারিদিকের শুষ্ক আবহাওয়া। এদিকে পাল্লা দিয়ে বাড়ে পরিবেশ দূষণও। তাই শীতের রুক্ষ হাওয়ায় ত্বক যাতে আর্দ্রতা না হারায় তাইন মেনে চলুন এই বিষয়গুলো-
ক্লেনজার
শীতকালে ফোমবেস্ডে ফেস ওয়াশের বদলে ক্রিমবেস্ড ক্লেনজার ব্যবহার করুন। ফোম ফেসওয়াশে মুখের ধুলো ময়লা পরিষ্কার হবে ঠিকই কিন্তু ত্বকের আর্দ্রতাও কমবে। কিন্তু ক্রিমবেস্ড ক্লেনজার আপনার আপনার ত্বকের pH ব্যালেন্স বজায় রাখবে। ত্বক ভাল থাকবে।
এক্সফোলিয়েটার
আবহাওয়া যেমনই হোক ত্বক ভাল রাখতে এক্সফোলিয়েশনের প্রয়োজন। হালকা স্ক্রাবারের প্রয়োজন যা ত্বকে জমে থাকা মৃত কোষ ভাল ভাবে পরিষ্কার করে দেবে। তবে বাড়াবাড়ি করবেন না তা হলে ফল হবে উল্টো। সপ্তাহে একদিন ত্বক এক্সফোলিয়েট করলেই হবে।
সিরাম
ফেস সিরাম এখনও পর্যন্ত ব্যবহার না করে থাকলে এবার ব্যবহার করা শুরু করুন। শীতকালে এর ফল হাতে নাতে পাবেন।
ময়শ্চারাইজার
ত্বক যাতে সারাক্ষণ আর্দ্রতায় ভরা থাকে তার জন্য ক্রিমবেস্ড ময়শ্চারাইজার ব্যবহার করুন। গরমকালে লাইট ময়শ্চারাইজার যেমন ভাল শীতকাল কিন্তু ঠিক তার উল্টোটা। আপনার ত্বকের ধরন যাই হকো না কেন ময়শ্চারাইজারের একট আস্তরণ থাকলে ত্বক বাইরের আবহাওয়া ও পরিবেশ দূষণ থেকে সুরক্ষিত থাকবে।
ওভারনাইট মাস্ক
দিনের বেলায় বাড়ি র বাইরে বেরোতে হবে। তাই এক্ষেত্রে রাতে মুখে মাস্ক ব্যবহার করতে পারেন। এমন মাস্ক তৈরি করুন যেটা মুখে মেখে শুয়ে পড়তে পারবেন। এবং পরের দিন সকালে উঠে মুখ পরিষ্কার করে নেবেন।
লিপ মাস্ক
যত ইচ্ছে লিপ বাম ঠোঁটে ঘষুণ না কেন? শীতকালে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া কিংবা ঠোঁটেফেটে যাওয়ার সমস্যা হবেই। তাই ঠোঁট নরম ও মসৃণ রাখতে ওভারনাইট লিপ মাস্ক ব্যবহার করুন। এতে ঠোঁট সুন্দর থাকবে এবং প্রয়োজনমত আর্দ্রতাও পাবে।