ওয়ার্ক ফ্রম হোমের একঘেয়েমি বা ওয়ার্ক ফ্রম অফিসের নিত্যদিনের ধকল, সপ্তাহের শেষে ভির করে আসে একরাশ ক্লান্তি। তাই সপ্তাহন্তে প্রয়োজন গোটা সপ্তাহের ধকল কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে নিজের যত্ন নেওয়া। কীভাবে নেবেন নিজের যত্ন রইল কিছু সহজ সরল বিউটি টিপস (Beauty Tips)। মন ভালো করার রইল দারুন কিছু DIY কৌশল।
বাড়িতে সেরে নিন পেডিকিউর
সারা সপ্তাহ ধরে কম ধকল হয় না এই পায়ের ওপর। অনেকেই ত্বক ও চুলের পরিচর্যা নিয়ম মেনে করেন কিন্তু পায়ের জোটে সেই অবহেলা। তাই এবার ত্বক ও চুলের আগে পায়ের যত্ন নিন। খুবই সহজ। একটি বালতি বা গামলাতে গরম জল নিয়ে ওতে নুন মিশিয়ে নিন। এই জলে অন্তত ১৫ মিনিট পা ডুবিয়ে বসে থাকুন। এরপর পা ভালো করে মুছে ময়শচরাইজার লাগিয়ে নিন। হাতে আরও ১০ মিনিট সময় থাকলে হাল্কা মাসাজ করুন। দেখবেন ক্লান্তি অনেকটা কেটে গেছ। মাসাজের শেষে পছন্দের নেল পালিশ লাগিয়ে নিন।
আরও পড়ুন: ক্লান্ত পায়ের সঠিক পরিচর্যা
ত্বকের ক্লান্তি দূর করবে শিট মাস্ক ও শসা
রূপচর্চায় শিট মাস্কের আবদানের শেষে নেই। ত্বককে শুধু যে তরতাজা করে তোলে তাই নয় বরং ত্বকের হারানো আর্দ্রতাও ফিরিয়ে আনে এই শিট মাস্ক। প্রায় আধঘন্টা হাতে সময় নিয়ে মুখে এই শিট মাস্ক লাগিয়ে, চোখে শসার টুকরো দিয়ে নিশ্চিন্তে পাড়ি দিন ঘুমের দেশে।
আরও পড়ুন: সুন্দর ত্বক পেতে সবর্দা সঙ্গে রাখুন রূপচর্চার এই সামগ্রী
হাতের ও পায়ের নখের যত্ন
ছুটির দিনে যদি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তুলতে না পারেন দেখবেন ছুটি বলে মনেই হয় না। তাই পা ও মুখের যত্নে র হাতের পরিচর্যাও সেরে ফেলুন। পরিচর্যার শেষে হাতের নখে পছন্দমতো নেল আর্ট করুন। দেখবেন নিজের হাতের প্রেমে পড়ে যাবেন আপনি। ঘুরে ফিরেই বার বার চোখের সামনে মেলে ধরতে দেখতে ইচ্ছে করবে সুন্দর- সাজানো আঙুলগুলি।
আরও পড়ুন: সহজ উপায়ে ঘরে বসেই ম্যানিকিউর
আরও পড়ুন: বাড়িতেই এ বার নেল আর্টে সিদ্ধহস্ত হতে পারেন আপনিও
এই যত্নের পর দেখবেন শরীর একেবারে চাঙ্গা, মেজাজ একদম ফুরফুরে। মনডে ব্লুজের (Monday Blues) আতঙ্কে আর যেই কাবু হোন না কেন। আপনি একেবারে মুখিয়ে থাকবেন নতুন সপ্তাহের প্রথম দিনের অপেক্ষায়।