শরীর সুস্থ্ রাখতে ওটমিল ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে ত্বকের পরিচর্যাতেও যে ম্যাজিকের মতো কাজ করে ওটমিল তা হয়তো অনেকেই জানেন না। অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, আয়রন, ফোলেট, ভিটামিন সহ একগুচ্ছ প্রাকৃতিক উপাদন রয়েছে এতে। তাই ব্রণর সমস্যা বা মুখে বয়সের ছাপ কিংবা শুষ্ক ত্বক ও ধুলোময়লা যুক্ত ত্বকের যত্ন নিতে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই ওটমিলের ওপর। দেখে নিন ত্বকের পরিচর্যায় কীভাবে ব্যবহার করবেন ওটমিল-
তবে ব্যবহারের আগে একবার প্যাচ টেস্টে করে নিন। যদি ত্বকের কোনও সমস্যা না হয়, তা হলে ওটমিলকে কাজে লাগান এই ভাবে-
শুষ্ক ত্বকের (dry skin) জন্য বানিয়ে ফেলুন ওটমিলের (oatmeal)এই প্যাক
উপকরণ
কীভাবে বানাবেন এই প্যাক
ব্রণর সমস্যায়(pimples) এভাবে বানিয়ে ফেলুন ওটমিলের (oatmeal) এই প্যাক
উপকরণ
বানানোর বিধি
ত্বকের বয়স বাড়ছে (ageing skin)? প্রয়োজন বাড়তি যত্নের। তাই এই ভাবে বানিয়ে নিন ওটমিলের (oatmeal) প্যাক
উপকরণ
কীভাবে বানাবেন এই প্যাক