কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan 2023)। গোটা দেশেই এই দিনটাতে পরস্পরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন ভাইবোনেরা। আর রাখির উৎসবে গিফট দেওয়ার রেওয়াজ তো আছেই। যদিও ভালবাসা বা রক্ষা করার আশ্বাস দেওয়ার জন্য কোনও বস্তুগত উপহারের প্রয়োজন পড়ে না, কিন্তু প্রিয় মানুষকে তাঁর পছন্দের উপহার দিতে কার না ইচ্ছা করে? আর উপহার পেতে তো সবারই ভালো লাগে। তাই এই রাখিতে ভাই বা বোনকে কী উপহার দেবেন নিশ্চয়ই ভাবছেন? চিন্তা নেই। দেখে নিন রাখিতে উপহার দেওয়ার কিছু সেরা জিনিস-
১) হ্যান্ডব্যাগ- ব্যাগের কালেকশন মেয়েদের যতই থাকুক না কেন, নতুন একটা ব্র্যান্ডেড ব্যাগের প্রতি তাদের আকর্ষণ কখনও কমে না। তাই বোন বা দিদিদের জন্য সুন্দর দেখতে হ্যান্ডব্যাগ কিনতে পারেন। রোজের জীবনে খুব কাজে লাগবে। দাদা বা ভাইদের জন্য ওয়ালেট কিনতে পারেন। তাদেরও কাজের জিনিস।
২) পার্সোনালাইজড গিফট- পার্সোনালাইজড গিফট বলতে ধরুন কুশন বা কাপ বা কফি মাগ বা ফটোফ্রেম দিতে পারেন, যাতে খোদাই করা থাকল একে অপরের নাম। বা রইল কোনও মিষ্টি নোট লেখা।
৩) চকোলেট- চকোলেট ভালবাসে না এমন মানুষ খুব কমই আছে। ফলে নানা ধরনের নানা স্বাদের চকোলেট দিয়ে তৈরি করে ফেলতে পারেন উপহারের ডালি।
৩) ঘড়ি- স্টাইলিশ ঘড়ি দিতে পারেন বোনকে উপহার হিসেবে। বোনের পছন্দ কেমন, তার একটা ধারনা করে নিয়ে বাজেট বুঝে কিনে ফেলুন সুন্দর একটা ঘড়ি। বোন আপনার হাতে রাখি পরিয়ে দিতেও আপনিও ওর হাতে ঘড়িটা পরিয়ে দিন। দেখবেন হাসিতে মুখটা উজ্জ্বল হয়ে উঠবে।
৪)পোশাক- নতুন পোশাক সব সময়ই পেতে ভালো লাগে, তাই না? আর এই চাহিদাটা মেয়েদের ক্ষেত্রে তো একটু বেশি। বোনের পছন্দের ব্র্যান্ড আর রং অনুযায়ী একটা সুন্দর ড্রেস কিনে ফেলুন তো। তারপর রাখির দিন সেই ড্রেসটা পরিয়েই বোনের সঙ্গে বাড়িতেই উদযাপন করুন রাখি।
৫)গয়না- ভাই বা দাদারা অনায়াসে সুন্দর সুন্দর গয়না উপহার দিতে পারেন তাঁদের বোন বা দিদিদের। কিনতে পারেন নেকলেস, কানের দুল বা ব্রেসলেট। উল্টোটাও হতে পারে। ভাই বা দাদাকে ব্রেসলেট বা গলার চেন দিতে পারেন।
৬) পারফিউম- উপহারের মধ্যে অন্যতম প্রচলিত পারফিউম। ব্র্যান্ডেড পারফিউম দিতে পারেন উপহার হিসেবে। গন্ধ নিয়ে যাদের ঝোঁক বেশি, তাদের নিশ্চয়ই খুব ভাল লাগবে এই উপহার।
৭) সানগ্লাস- রোদচশমা বা সানগ্লাস উপহার দিতে পারেন। মুখের সঙ্গে মানানসই আকৃতির সানগ্লাস, নামী ব্র্যান্ডের সানগ্লাস এনে দিতে পারেন ভাই বা বোনকে।
৮) মেক আপ প্রোডাক্ট – মহিলারা সাধারণত মেক আপ প্রোডাক্ট পেলে খুবই খুশি হন। লিপস্টিক, ব্লাশ, আইলাইনার, আইশ্যাডো কিনতে পারেন অনেক কিছুই।
৯) হেয়ার প্রোডাক্ট- এছাড়াও রাখিতে বোনকে উপহার দিন হেয়ার স্টাইলিং প্রোডাক্ট। স্ট্রেটনার, রোলার, ক্রিমপা বা হেয়ার ড্রায়ার রাখির উপহার হিসেবে বেশ ভালো। বোনের মন জিততে এই সব উপহারের জুড়ি মেলা ভার।