গত বছর কোভিডের আতঙ্কে মাটি হয়েছে উৎসবের আনন্দ। এ বছর কোভিড থাকলেও নেই আতঙ্কের সেই একই চিত্র। তাই ভাইবোনে মিলে এ বার জমিয়ে আনন্দ করুন ভাইফোটায়। তবে চিন্তায় ফেলেছে আপনার ভাই বা বোনের ভীষণ খুঁতখুঁতে স্বভাব। উপহার হিসেবে কী দেবেন তা এখনও ঠিক করতে পারেননি। তা এই নিয়ে মাথার চুল না ছিঁড়ে বরং চমকপ্রদ এমন কিছু বাছুন যা উপহার হিসেবেও অনন্য আবার নিত্যদিনের কাজে ব্যবহারযোগ্য। যেমন কোনও একটা স্মার্ট গ্যাজেট। আপনার জন্য রইল স্মার্ট গ্যাজেটের এই তালিকা।
ফিটনেস ট্র্যাকার বা স্মার্ট ওয়াচ
গিফ্ট হিসেবে স্মার্টওয়াচ পেয়ে খুশি হবেন না আজকের দিনে এমন মানুষ মেলা ভার। মাল্টিপারপজ এই গ্যাজেট নিত্যদিনের ব্যবহারের খুবই উপযোগী। বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস হোক বা ওয়ার্ক ফ্রম হোম এখন ঘরে বসেই কাজ করছেন সকলে। সেক্ষেত্রে আপনার ভাই বা বোনকে অ্যাক্টিভ রাখবে এই স্মার্টওয়াচ। ক্যালোরি ইনটেক থেকে স্টেপ কাউন্ট, অক্সিজেন লেভেল ও পালস বিট সবকিছুর হিসেব নিকেশ রাখবে এই স্মার্টওয়াচ।
টাইল
এই এক টুকরো যন্ত্রের যে কী কামাল তা যাঁরা ব্যবহার করেছেন তাঁরাই বুঝবেন। টাইম সেভিং তো বটেই, লাইফ সেভিং এই যন্ত্রটি উপহার হিসেবে নিঃসন্দেহে দারুণ! এই ব্লুটুথ ট্র্যাকার মুহূর্তেই খুঁজে বার করবে আপনার একাধিক ব্যবহারের জিনিসপত্র। এই যেমন ধরুন মোবাইল ফোন, চাবি, পোষ্যের কলার খুঁজে দেবে এই নিমেষেই।
স্মার্ট স্পিকার
তা পছন্দের গান শোনাই হোক কিংবা আচমকা কোনও কঠিন প্রশ্নের উত্তর। ইন বিল্ট ভার্চ্যুয়াল অ্যাসিসট্যান্ট-সহ এই স্মার্ট স্পিকার বাড়িতে থাকলে অনেক কিছুরই সহজ সমাধান হয়ে যায়।
ক্যামেরার প্রয়োজনীয় অ্যাকসেসরি
আপনার ভাই কিংবা বোন যদি সোশাল মিডিয়ায় ইনফ্লুয়েনসার হতে চান সেক্ষেত্রে আজকাল ক্যামেরার সঙ্গে থাকা প্রয়োজনীয় এই সব অ্যাকসেসরি তাঁকে উপহার হিসেবে দিলে মন্দ হবে না। যেমন ধরুন গিমবল। এর মাধ্যমে ক্যামেরা পজিশন ঠিক করা, ভিডিয়োর জন্য প্রয়োজনীয় আলো ঠিক করা কিংবা, ক্যামেরা ঘোরার কাজে ব্যবহৃত নানান অ্যাকসেসরির মধ্যে কোনও একটা উপহার হিসেবে দেওয়া যেতেই পারে।
থ্রিডি প্রিন্টার পেন
যাঁরা আঁকতে ভালবাসেন তাঁদের জন্য এই থ্রিডি প্রিন্টার পেন দারুণ চমৎকার উপহার। অনায়াসে হাওয়ায় ছবি আঁকা যাবে। পেন তো নয় যেন হাতে ধরা থ্রিডি প্রিন্টার!
স্মার্ট জুয়েলারি
আজকের দিনে মহিলাদের পাশাপাশি পুরুষরাও অ্যাকসেসরির ব্যবহার করতে পছন্দ করেন। সেক্ষেত্রে এই স্মার্ট জুয়েলারি উপহার দেওয়া মানে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ। একদিকে সাজসজ্জার কাজে লাগবে, অন্যদিকে নিত্যকাজে ব্যবহারও করা যাবে। যেমন এই ডিজিটাল মিনি ক্লাচ স্পিকার, কিংবা স্মার্ট নেকলেস কিংবা হাতের ব্যান্ড। ব্লু টুথ ট্র্যাকারের কাজও করবে আবার ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেও ব্যবহার করা যাবে। একটু দামি হলেও তা আকাশছোঁয়া নয় একেবারেই।