কলকাতা: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে রাখি বন্ধন একটি। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব (Rakhi Bandhan Utsav)। সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিটি রাখি পূর্ণিমা (Rakhi Purnima) নামেও পরিচিত। এই দিন ভাই ও বোনেদের উৎসব। ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার দীর্ঘ নীরোগ জীবন কামনা করে বোন। অন্যদিকে, ভাইরা তাদের বোনদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয়।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রক্ষা বন্ধন উৎসব। যদিও এবছর শ্রাবণ মাস মলমাস হওয়ায় বাংলা ক্যালেন্ডারে ভাদ্রমাসে চলে গিয়েছে রাখি পূর্ণিমা। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এবার ১২ ভাদ্র ও ১৩ ভাদ্র জুড়ে পড়েছে পূর্ণিমা। শুভ দিন পড়েছে ৩০ অগাস্ট। পূর্ণিমা চলবে ৩১ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: চন্দ্রযান সাফল্যের পরদিনই কি দেশকে গর্বিত করবেন প্রজ্ঞানন্দ? আর কিছুক্ষণের অপেক্ষা
কথিত আছে, ভাদ্র মাসে শূর্পনাখা তার ভাই রাবণকে রাখী বেঁধেছিলেন, এরপর রাবণের পুরো বংশই নাশ হয়ে গিয়েছিল। তাই ভাদ্র মাসে রাখি বাঁধা উচিত নয় বলে বিশ্বাস করা হয়। আরও বলা হয়, ভাদ্রে রাখি বাঁধলে ভাইয়ের আয়ুও নাকি কম হয়। তবে এবার শ্রাবণ মল মাস থাকায় ভাদ্রতেই রাখি বন্ধন হবে।