সদ্য কোভিড-১৯(Covid-19) বা ওমিক্রন(omicron) থেকে সেরে উঠেছেন? পোস্ট কোভিড(post covid) শ্বাসকষ্ট (shortness of breath), সারাক্ষণ ক্লান্তি ভাব(fatigue) কিংবা ব্রেন ফগের(brain fog) মতো সমস্যা ছাড়াও ত্বকের নানা রকমের সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ত্বকের সমস্যা যেমন র্যাশ(rash), ত্বকে লালচে ভাব(redness of skin) কিংবা দাগ ছোপ(patches) দেখা দিতে পারে। পুরুষদের তুলনায় ত্বকের এই সমস্যাগুলো কোভিড পজিটিভ মহিলা রোগীদের মধ্যেই এখনও পর্যন্ত বেশি দেখা গেছে বলেও জানিয়েছেন চিকিত্সকরা। বাদ থাকছেন না সন্তানসম্ভবা কিংবা বয়স্ক মহিলারাও। ত্বকের সমস্যা দেখা গিয়েছে এদের মধ্যেও।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড পজিটিভ হলে কিংবা সেরে ওঠার পর এই সব উপসর্গ দেখা দিলে তা এড়িয়ে যাওয়া ঠিক হবে না। এতে সমস্যা আরও বাড়তে পারে বরং সঠিক সময় চিকিৎসকের পরামর্শ মেনে চললে সমস্যার সহজ প্রতিকার হবে।
কোভিড সংক্রমণের পরে হার্টের সমস্যা (heart problems), রক্তের জমাট বেঁধে যাওয়া(blood clotting), শ্বাসযন্ত্রের(respiratory) সমস্যার(problems) পাশাপাশি অনেকের মধ্যে হার্পেস (herpes) ও আর্থ্রালগিয়ার(arthralgia) সমস্যাও দেখা গেছে। বিশেষ করে করোনার দ্বিতীয়(second wave) ও তৃতীয় ঢেউয়ে (third wave) উল্লেখ্যযোগ্য ভাবে বেড়েছে এই হার্পেস ও আর্থ্রালগিয়ার (গিঁটে ব্যথার(joint pain))সমস্যা। এই সব সমস্যার থেকে রেহাই পেতে কোভিড সেরে যাওয়ার পরও স্বাস্থ্যকর ও নিয়ন্ত্রিত জীবনযাপনের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এর পাশাপাশি, যে কোনও লক্ষণ যেমন র্যাশ(rash) ত্বকের লালচে ভাব(redness of skin), দাগছোপ(patches) হলে অবিলম্বে চিকিত্সকের পরামর্শ নিন। তবে ত্বকের সমস্যা বেশি করে সেই সব মহিলা রোগীদের মধ্যে দেখা যাচ্ছে যারা কোভিড ১৯-র আগেও এই ধরনের সমস্যার সম্মুখিন হয়েছেন।
চিকিত্সকরা আরও জানাচ্ছেন, কোভিডের সময় রোগীদের মোনোক্লোনাল (monoclonal)অ্যান্টি-টিএনএফ(anti-TNF) অ্যালফা অ্যান্টিবডি(alpha antibodies) দিয়ে চিকিত্সা করা হলে এই হার্পেসের(herpes) মত সমস্যা দেখা যাচ্ছে।
কোভিড সেরে গেলেও সতর্ক থাকুন
কোভিড-১৯(covid-19) এর দীর্ঘস্থায়ী কিছু পার্শ্বপ্রতিক্রিয়া (long side effects) আছে এগুলির অন্যতম জ্বর, শুকনো শ্লেষ্মা ও নিঃশ্বাসের সমস্যা। তবে ব্যক্তি বিশেষে এই সব সমস্যার স্থায়িত্ব ও মাত্রা আলাদা আলাদা। তবে এমন কিছু সমস্যাও দেখা গেছে যে গুলো দীর্ঘমেয়াদি। এই সব সমস্যাগুলো বিরক্তিকর ও অস্বস্তিকর হলেও কেউই এই সব সমস্যা নিয়ে মাথা ঘামান না ফলে সমস্যা আরও বেড়ে যায়। তাই এগুলো এড়িয়ে না গিয়ে বরং চিকিত্সা করানোর দরকার। পাশাপাশি এ ধরনের সমস্যার সমাধানে ভ্যাকসিন ও বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন আছে। এছাড়াও মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বিধিও মেনে চলা খুবই জরুরী বলে জানিয়েছেন চিকিত্সকরা।
(ছবি সৌ: Unsplash)