কুড়ি কেজিরও বেশি ওজনের চিকেন নাগেট বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন মুলুকের সেলিব্রেটি শেফ নিক ডিজিওভ্যানি ও জাপানের লিন ডেভিস। এর আগে ৪৪. ২৪ কেজির পপ কেক বানিয়ে তাক লাগিয়েছিলেন এই শেফ জুটি। সে বারও বিশ্বের বৃহত্তম পপ কেক বানানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন তাঁরা । এই নিয়ে দুটি ওয়ার্ল্ড রেকর্ড তাঁদের ঝুলিতে পুড়লেন এই তারকা শেফ জুটি।
এই চিকেন নাগেট বানানোর একটি ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন এঁরা। সেখানে এই ২০. ৯৬০ কেজির চিকেন নাগেট তৈরির পুরো পক্রিয়াটি দেখানো হয়েছে।
বিশ্বের বৃহত্তম চিকেন নাগেট তৈরির পক্রিয়া
এই সব প্রক্রিয়ার পর শেষমেষ যখন মাইক্রোভেন থেকে চিকেন নাগেট বের করা হয়। তখন ওজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে অ্যাডজুডিকেটার ক্লেয়ার স্টিফেন এই চিকেন নাগেটটি কে বিশ্বের বৃহত্তম চিকেন নাগেটের স্বীকৃতি দেন।
বলা বাহুল্য এই ভিডিওটি ইউটিউবে আপলোডের এক দিনের মধ্যেই প্রায় ১০কোটিরও বেশি মানুষে এই ভিডিওটি দেখেন। এদের প্রশংসা, শুভেচ্ছা জানাতে কমেন্টসের বন্যা বয়ে যায়। এই পেয়েছে চিকেন নাগেট তৈরির ভিডিওটি। এগুলির মধ্যে বিশেষ উল্লেখ্যযোগ্য নিক ডিজিওভ্যানি ও লিন ডেভিসের এক ফ্যানের বক্তব্য। তিনি এই শেফ জুটিকে ধন্যবাদ জানিয়ে লেখেন “মনে হচ্ছে এইভাবে একে একে বিশ্বের সবকটি বৃহত্তম খাবার বানানোর রেকর্ড গড়বেন এরা।“