রঙ খেলতে কে না ভালবাসে! কিন্তু বাজার থেকে কেনে রঙে এতরকমের রাসায়নিক থাকে যে দোলের পরের দিন অনেকেরই ত্বকের অবস্থা একেবারে তথৈবচ হয়ে যায়। শুকনো আবির হোক কিংবা রঙ, এগুলিতে ক্ষতিকারক রাসায়নিক থাকার কারণে শুধু মুখ নয় মাথার ও শরীরের অন্যান্য জায়গায় এই রঙের কারণে অ্যালার্জি কিংবা র্যাশ। এই কারণে ভালবাসা ভুলে কেও কেও আবার রঙখেলা এড়িয়ে যান। তবে দোল উত্সবে রঙ খেলবেন না তা হয় নাকি। ত্বকের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য বাজার থেকে কেনা রঙয়ের বদলে প্রাকৃতিক উপকরণ হলুদ, লাল চন্দন, ভুট্টা, বেসন ও কয়েক রকমের ফুল দিয়ে বাড়িতেই রঙ তৈরি করে মনের আনন্দে রঙয়ের খেলায় মেতে উঠুন।
এই ভাবে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতে রঙ বানিয়ে ফেলুন-
প্রথমে জলে পলাশ ফুল ফুটিয়ে নিন। এরপর এটা সারারাত এই ভাবেই রেখে দিন। পরের দিন সকালে এই জল ছেঁকে নিন। হলুদ রঙ পেয়ে যাবেন।
হেনা পাউডার বেসন কিংবা ভুট্টার সঙ্গে মিশিয়ে নিন। এতে সবুজ রঙ পেয়ে যাবেন।
হলুদ আবির ও রঙ দু’ভাবেই ব্যবহার করতে পারবেন। গুড়ো রঙয়ের জন্য হলুদ বেসনের সঙ্গে মিশিয়ে নিন। আর রঙয়ের জন্য হলুদ গুঁড়ো জলে ভাল করে ফুটিয়ে নিন এবং সারারাত এই ভাবে রেখে দিন। এবং পরে সকালে ব্যবহার করে নিন।
বিট ভাল করে জলে ফুটিয়ে নিন। এতে ম্যাজেন্টা রঙয়ের তরল পাবেন। তরলটি ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন। আবার বিটের রস করে নিয়ে তাতে সামান্য জল মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন।
গুলমোহরের পাতা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে সবুজ রঙ হিসেবে ব্যবহার করতে পারেন। লাল সিমুলের পাতা সারারাত জলে ভিজিয়ে রেখে দিন। পরের দিন জল ছেঁকে নিন ব্যবহার যোগ্য হয়ে যাবে।
বেদানার খোসা জলে ফোটালে লাল রঙয়ের তরল পেয়ে যাবেন, ছেঁকে ব্যবহার করে নিন।
লাল চন্দনের গুড়ো আবির ও রঙ দু’ভাবেই ব্যবহার করতে পারেন।
(ছবি সৌ: Detechter)