রাশিয়ার স্পুটনিকের পর এবার মার্কিন ভ্যাকসিন ফাইজার নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। শুক্রবার সংসদের বাদল অধিবেশনে এমনটাই জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব। তিনি বলেন, দেশে ফাইজার ভ্যাকসিনের ব্যবহার নিয়ে ফাইজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত সরকারের একটি বিশেষজ্ঞ দল।
বিগত কিছুদিন আগেই ভারতে ফাইজার এবং মডার্না ভ্যাকসিন রফতানিতে তাঁরা প্রস্তুত বলে মার্কিন সরকারের তরফে জানানও হয়। গ্লোবাল ভ্যাকসিনেশন প্রোগ্রামের অধীনেই ভারতে ভ্যাকসিন পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে তাঁরা। ভারত সরকারের সবুজ সঙ্কেত মিললেই তা বাস্তবায়িত হবে বলে মার্কিন প্রশাসনের তরফে জানানও হয়েছে।
আরও পড়ুন: পরীক্ষার দাবিতে বিক্ষোভ যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের
সম্প্রতি নীতি আয়োগের স্বাস্থ্যবিভাগের অধিকর্তা ভিকে পাল জানিয়েছেন, ফাইজারের নির্মাতা মডার্নার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারত। ফাইজার ভ্যাকসিন দেশে শীঘ্র নিয়ে আসার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্র।
আরও পড়ুন: শিল্পার বাড়িতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ, নতুন করে তল্লাশির সম্ভাবনা
গত সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই ওই অধিবেশন করোনা সংক্রান্ত প্রশ্ন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে। তারপর দীর্ঘ সময়ে মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা। পরে রাজ্যসভা চালু হলে সেখানে কড়া প্রশ্নবাণে কেন্দ্রকে বিদ্ধ করে তৃণমূলসহ অন্যন্য বিরোধী দল।
যদিও কেন্দ্রের পক্ষ থেকে আগে দাবি করা হয়েছিল যে চলতি বছরে সমগ্র দেশে ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে। কিন্তু আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের কতজন ভ্যাসিনের আওতায় আসবেন তা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে পারেনি কেন্দ্র। সেই ক্ষোভ থেকেই রাজ্যসভার অধিবেশন ওয়াক আউট করেন তাঁরা।