আমাদের আশেপাশে আমরা এরকম অনেক মানুষকে দেখি যাঁরা সম্পর্কে থাকতে চান কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে ভয় পান। কমিটমেন্ট করতে চান না। আপনার পছন্দের মানুষও এরকম। সদ্য ডেটিং করতে শুরু করেছেন। প্রথমে তিনি আগ্রহ দেখান। কিন্তু এখন পরিস্থিতি একেবারে উল্টো। যত দিন যাচ্ছে তাঁর খামখেয়ালিপনায় আপনিও বিরক্ত। সম্পর্কে শুরু হয়নি তাই বেড়িয়ে আসতে মনের বাঁধা নেই। তবে ভাবছেন সম্পর্কে বাঁধা পড়তে চান এমন মানুষ চিনবেন কী করে। তা চেনা একটু মুশকিল ঠিকই তবে জোতিষশাস্ত্র মতে এই চারটি রাশির জাতকরা কোনও সম্পর্কে থাকলে, সেই সম্পর্ক নিয়ে খুবই যত্নবান হয়। ভালবাসা, দায়িত্ববোধ এই রাশির জাতকরা নাকি খুব ভাল জীবনসঙ্গি হয়ে উঠতে পারেন। দেখে নিন এই রাশিগুলো কী কী-
কর্কট
কর্কট রাশির জাতকেরা সাধারণত আবেগপ্রবণ হন। ভরসার মানুষকে কাছে পেলে গোপন কথা জানাতেও পিছপা হন না তাঁরা। ভালবাসার সম্পর্কে কর্কট রাশির জাতকদের মতো কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল ও লয়্যাল পার্টনার খুব কমই হয়।
কন্যা
কাজে ডুবে থাকতে ভালবাসেন এই রাশির জাতকেরা। তাই তাদের বাইরে থেকে দেখে আবেগহীন মনে হতেই পারে। কিন্তু কন্যা রাশির জাতকেরা ভালবাসার ক্ষেত্রে চূড়ান্ত যত্নবান। তাঁরা সম্পর্ক নিয়ে ভীষণ যত্নবান এবং মনের মানুষের ওপর মানসিক ভাবে নির্ভরশীল হতে ভালবাসেন। তাই মনের মানুষকে কাছে পেলে সম্পর্ক যাতে চিরস্থায়ী হয় সেই চেষ্টাই করেন।
ধনু
ধনু রাশির জাতকেরা সহসা নিজেদের আবেগ প্রকাশ করেন না। এই একটি বিষয় তাঁরা ভীষণ লাজুক স্বাভাবের। এই কারণে মনের কথা মনের মানুষকে খুলে বলতে পারেন না। তবে প্রেমের সম্পর্কে বাঁধা পড়তে তাঁদের কোনও আপত্তি নেই। বরং অত্যন্ত বিশ্বাসী, সত্ ও ভরসার পাত্র বা পাত্রী হন এরাঁ। এদের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার।
মীন
এই রাশির জাতকেরা ভালবাসার কাঙাল। তাই মনের মতো কাউকে পেলে তাঁকে নিয়ে ভীষণ যন্তবান হন এঁরা। ভালবাসার মানুষের মুখে হাসি ফোটাতে হেন কাজ নেই যা এরা করতে পারেন না।