কথাতেই আছে, আপনার ব্যবহারই আপনার পরিচয়। সেক্ষেত্রে অফিস পার্টি হোক কিংবা বন্ধুদের সঙ্গে গেট টুগেদার বা নিকট আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ— সঠিক টেবিল ম্যানারস যেমন আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে, তেমনি বাজে টেবিল ম্যানারস বিব্রত করতে পারে। মাটি করতে পারে একসঙ্গে খাওয়ার আনন্দটাও। তা সে কাটলারির ব্যবহার করা হোক বা খাওয়ার ধরন, পাঁচজনের সঙ্গে খেতে বসলে বেসিক কিছু অভ্যাস বা নিয়ম মেনে চলাই ভাল। রইল তালিকা।
মুখ বন্ধ করে খান
মুখে খাবার নিয়ে কথা বলা বা মুখ খুলে খাওয়া এগুলি নৈব নৈব চ। এগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত। বাড়িতে বা বন্ধুদের মাঝে অনেকেই অসতর্ক ভাবে মুখ খুলেই খাবার খান। এটা একেবারেই করবেন না। অভ্যেস রাতারাতি বদলানো যায় না৷ তাই শুরু থেকেই ভাল অভ্যাস তৈরি করা ভাল। বাড়ির ছোটরা বড়দের দেখেই শেখে৷ তাই তাদের সামনে গুড টেবিল ম্যানারস তুলে ধরুন।
খাওয়ার সময় ফোন সরিয়ে রাখুন
আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, খাওয়ার টেবিলে ফোনে ব্যস্ত থাকা একদমই উচিত নয়। খুব জরুরি হলে সকলের সম্মতি নিয়ে টেবিলে ছেড়ে উঠে গিয়ে ফোনে কথা বলুন। না হলে নিজের পাশাপাশি অন্যের খাওয়াতেও ব্যাঘাত ঘটাতে পারে আপনার ফোন কল।
ন্যাপকিন কোলে পেতে নিন
খাবার এলে ন্যাপকিন আপনার কোলে পেতে নিন, কলারে লাগাবেন না। খাওয়া-দাওয়া চলাকালীন কোনও কারণে চেয়ার ছেড়ে উঠতে হলে ন্যাপকিন চেয়ারে রাখুন। টেবিলে কখনই রাখবেন না।
টেবিলের উপর হুমড়ি খেয়ে খাবার নিতে যাবেন না
আপনার বসার জায়গা থেকে খাবার দূরে থাকলে চেয়ার ছেড়ে উঠে পড়ে অসতর্ক ভাবে খাবরের দিকে হাত বাড়াবেন না। বরং পাশের জনকে বলুন খাবারের পাত্রটি আপনার দিকে এগিয়ে দিতে।
হাতের কনুই টেবিলে রাখবেন না
টেবিলে খেতে বসার সময় খেয়াল রাখবেন যেন অসতর্ক ভাবে আপনার কনুই টেবিলের বাইরে থাকে। টেবিলে কনুই রেখে খাওয়ার অভ্যাস টেবিল ম্যানারসের নিয়মের উল্টো।